
ছবি: সংগৃহীত।
মাথায় আঘাত বা হেড ইনজুরি একটি গুরুতর বিষয় এবং তাৎক্ষণিক সঠিক পদক্ষেপ জীবন বাঁচাতে সহায়তা করতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সাম্প্রতি একটি ভিডিও বার্তায় পরামর্শ দিয়েছেন দেশের বিশিষ্ট নিউরোসার্জন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৌমিত্র সরকার।
ভিডিওটিতে তিনি বলেন, কেউ মাথায় আঘাত পেলে প্রথমেই তাকে অবিলম্বে মাটিতে বা বিছানায় শুয়ে দিতে হবে এবং কোনোভাবেই মাথা ও ঘাড় নড়ানো যাবে না। কারণ, অযথা নাড়াচাড়া করলে ঘাড়ের ভিতরে যদি কোনো চোট লাগে, তা আরও জটিল আকার ধারণ করতে পারে।
তিনি আরও বলেন, মাথায় আঘাত পাওয়ার পর যদি রোগীর বমি ভাব আসে বা বমি হয়, তখন অবশ্যই তাকে এক পাশে কাত করে শোয়াতে হবে যেন বমি শ্বাসনালিতে ঢুকে শ্বাসরোধ না করে। এ ছাড়া মাথায় আঘাতের স্থানে যদি বাহ্যিকভাবে রক্ত না বের হয়, তবে ফোলাভাব কমাতে সেখানে ঠান্ডা বরফ চেপে ধরা যেতে পারে, যা তাৎক্ষণিকভাবে ফোলা কমাতে সহায়তা করে।
তবে আঘাতের স্থান থেকে যদি রক্তক্ষরণ শুরু হয়, তাহলে পরিষ্কার একটি কাপড় দিয়ে সেই জায়গায় চাপ প্রয়োগ করতে হবে এবং যত দ্রুত সম্ভব রোগীকে নাড়াচাড়া কমিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে।
প্রফেসর ডা. সৌমিত্র সরকার বলেন, “হেড ইনজুরি কখনোই অবহেলার বিষয় নয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত রোগীকে মারাত্মক জটিলতা থেকে রক্ষা করতে পারে।”
মিরাজ খান