
ছবি: জনকণ্ঠ
সরকার, ব্যবসা, নাগরিক সমাজ এবং অলাভজনক খাতের নেতাদের সঙ্গে নিয়ে গণতন্ত্রের মুখোমুখি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান অনুসন্ধানের লক্ষ্যে আগামী ১–৩ অক্টোবর গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে এথেন্স ডেমোক্রেসি ফোরাম ২০২৫।
এতে শিক্ষায় গণতান্ত্রিক যুব নেতৃত্বে অবদানের স্বীকৃতি স্বরূপ আমন্ত্রণ পেয়েছেন সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী আলী আহমদ।
আলী আহমদ তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন। কলেজ পর্যায়ে বাংলাদেশে প্রথম আন্ডারগ্র্যাজুয়েট রিসার্চ সংগঠনের প্রতিষ্ঠাতা তিনিই।
ডেমোক্রেসি অ্যান্ড কালচার ফাউন্ডেশন, দ্য নিউইয়র্ক টাইমস-এর সহযোগিতায় এবং হেলেনিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির পৃষ্ঠপোষকতায় ১৩তম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আন্তর্জাতিক সম্মেলন। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং বর্তমান বিশ্বের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার লক্ষ্যেই এ আয়োজন।
সম্মেলনে আন্তর্জাতিক ব্যবসায়িক নেতা, শিক্ষাবিদ, নীতিনির্ধারক, তরুণ ও কর্মীরা অংশগ্রহণ করে থাকেন। তারা গণতন্ত্রের সম্মুখীন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং তা থেকে বেরিয়ে আসার নতুন পথ ও কৌশল খোঁজেন। এই ফোরামটি প্রতিবছর সেপ্টেম্বর বা অক্টোবর এথেন্সে অনুষ্ঠিত হয়।
এই বিষয়ে আলী আহমদ বলেন, “এই ফোরামে আমন্ত্রণ পাওয়া শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সেই হাজারো তরুণের স্বপ্নের প্রতিফলন, যারা প্রতিকূলতার মাঝেও লড়াই করে যাচ্ছে। আমি গণতন্ত্র, শিক্ষা ও যুব নেতৃত্বে আমার কাজকে আরও বৈশ্বিক পরিসরে তুলে ধরতে চাই।”
মুমু ২