
ছবিঃ সংগৃহীত
অনেক সময় দেখা যায়, ফোনে দীর্ঘক্ষণ কথা বললে ডিভাইসটি অতিরিক্ত গরম হয়ে যায়। বিশেষ করে গরমকালে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। এতে ব্যাটারির ক্ষয় থেকে শুরু করে ফোন হ্যাং হয়ে যাওয়া, এমনকি বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ফোনে দীর্ঘক্ষণ কথা বলার সময় প্রসেসর ও রেডিও ফ্রিকোয়েন্সি মডিউল একসঙ্গে কাজ করতে থাকে, যার ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এছাড়াও মোবাইলের কভার, দুর্বল সিগনাল, ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থাকা ইত্যাদিও ফোন গরম হওয়ার অন্যতম কারণ।
ফোন গরম হওয়ার কয়েকটি সম্ভাব্য কারণ:
-
একটানা বেশি সময় কথা বলা
-
দুর্বল নেটওয়ার্কে কথা বললে প্রসেসর বেশি কাজ করে
-
ফোন চার্জে থাকা অবস্থায় কল করা
-
ভারী মোবাইল কভার ব্যবহার করা
-
ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ চালু থাকা
করণীয়:
-
দীর্ঘ সময় কথা বলার পরিবর্তে মাঝে মাঝে বিরতি নিন
-
হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন, ফোনটি কানে না চেপে ধরলে তাপ সরাসরি ত্বকে লাগবে না
-
ফোন চার্জে থাকা অবস্থায় কথা বলা থেকে বিরত থাকুন
-
প্রয়োজন না হলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করে দিন
-
মোবাইল কভার খুলে কথা বললে তাপ নির্গমন সহজ হয়
-
ফোন বেশি গরম হলে বন্ধ করে কিছু সময় অপেক্ষা করুন
বিশেষজ্ঞরা বলছেন, ফোনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে সতর্ক হওয়া উচিত। নিয়মিত ফোন গরম হলে তা ব্যাটারির আয়ুষ্কাল কমিয়ে দিতে পারে এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়।
স্মার্টফোন সঠিকভাবে ব্যবহারে যেমন ডিভাইস দীর্ঘদিন ভালো থাকে, তেমনি নিজের নিরাপত্তাও নিশ্চিত করা যায়। তাই ফোনে কথা বলার সময় কিছু সতর্কতা অবশ্যই মানা উচিত।
ইমরান