ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সিকৃবিতে ’শহীদ মুগ্ধ কর্নার’ স্থাপন

আইনুল হক, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সি.কৃ.বি.:

প্রকাশিত: ১৩:০৩, ১৩ জুলাই ২০২৫

সিকৃবিতে ’শহীদ মুগ্ধ কর্নার’ স্থাপন

ছবি: জনকণ্ঠ

গণঅভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধকে স্মরণীয় করে রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) উদ্বোধন করা হয়েছে 'শহীদ মুগ্ধ কর্নার'। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে স্থাপিত এই কর্নারটি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানির এক নতুন উৎস হিসেবে কাজ করবে।

আজ শনিবার (১২ জুলাই, ২০২৫) দুপুর দেড়টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে 'শহীদ মুগ্ধ কর্নার'-এর ফলক উন্মোচন করেন সিকৃবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারসহ বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম শহীদ মুগ্ধের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, "জুলাইয়ে শহীদ মুগ্ধের আত্মোৎসর্গের স্মরণে আমরা এই নামকরণ করেছি। এখানে পূর্বেও পানির ব্যবস্থা ছিল, কিন্তু আমরা এটিকে আরও বড় পরিসরে এবং নান্দনিকভাবে সাজিয়েছি, যাতে সবার জন্য আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি নিশ্চিত হয়।"

তিনি আরও জানান, "আমরা জুলাই মাসব্যাপী বিভিন্ন পুনর্জাগরণমূলক অনুষ্ঠানমালা আয়োজন করছি। শহীদ মুগ্ধ জুলাইয়ে যেমনটি বলেছিলেন 'পানি লাগবে পানি?', তাঁর সেই অবিস্মরণীয় আহ্বানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশুদ্ধ পানির কর্নারটির নাম 'শহীদ মুগ্ধ কর্নার' রাখা হয়েছে। মীর মুগ্ধ সকলের অনুপ্রেরণা এবং আশা করি এই মহতী উদ্যোগের নাম ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে।"

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর অংশ হিসেবে এবং সিকৃবির জাতীয় দিবস উদযাপন কমিটির জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আওতায় এই বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

মুমু ২

×