ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মেয়েকে হত্যার পর ভাইকে যা বলেছিলেন রাধিকা যাদবের বাবা

প্রকাশিত: ১৭:৩১, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৩৪, ১৩ জুলাই ২০২৫

মেয়েকে হত্যার পর ভাইকে যা বলেছিলেন রাধিকা যাদবের বাবা

ছবি: সংগৃহীত

ভারতের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যার ঘটনায় নিজেই ফাঁসির দাবি তুলেছেন তার বাবা দীপক যাদব। পরিবারের এক সদস্য জানিয়েছেন, তিনি কন্যাকে হত্যা করেছেন বলে স্বীকার করে নিজেকে কঠোরতম শাস্তির উপযুক্ত বলে মনে করছেন দীপক।

শনিবার (১২ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাধিকার চাচা বিজয় যাদব বলেন, “দীপক তার মেয়েকে অনেক ভালোবাসত। আজ পর্যন্ত কেউ জানে না কী এমন হলো, যার ফলে সে এমন চরম সিদ্ধান্ত নিল। ব্যক্তিগতভাবে যখন আমি তার সঙ্গে কথা বলি, তখন সে বলে, ‘আমি আমার মেয়েকে হত্যা করেছি, আমার ফাঁসি হওয়া উচিত’।”

তিনি আরও জানান, দীপক মেয়ের প্রতি দায়িত্বশীল ছিলেন এবং রাধিকার ক্যারিয়ারের জন্য কোটি টাকার বেশি খরচ করেছেন। ‘যার জন্য দুই-তিন কোটি টাকা খরচ করা হয়, সেই মেয়ের আয়ে সে নির্ভরশীল—এটা বলাটাই অযৌক্তিক,’ বলেন বিজয়।

রাধিকার কোনো টেনিস অ্যাকাডেমি পরিচালনার কথাও অস্বীকার করেন তিনি। ‘আমার জানা মতে, কোনো অ্যাকাডেমি ছিল না। সে বিভিন্ন জায়গায় শিশুদের প্রশিক্ষণ দিত। আগে নিজে খেলত, তারপর প্রতিবেশী শিশুদের আগ্রহ দেখে তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে,’ যোগ করেন তিনি।

গত বৃহস্পতিবার ভারতের গুরগাঁওয়ের সুশান্ত লোক এলাকার সেক্টর ৫৭-এর নিজ বাসভবনে নিজের মেয়েকে খুব কাছ থেকে গুলি করেন দীপক যাদব। শনিবার তাকে আদালতে হাজির করে জেল হেফাজতে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাধিকার টেনিস অ্যাকাডেমি নিয়ে বাবা-মেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। অভিযোগ ছিল, দীপককে তার আত্মীয়-স্বজনরা কটাক্ষ করতেন যে তিনি মেয়ের আয়ে নির্ভরশীল।

তবে পরিবার বলছে, দীপক আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন। বিভিন্ন সম্পত্তি থেকে ভালো পরিমাণ ভাড়ার আয় থাকায় মেয়ের আয়ের ওপর তার নির্ভরতা ছিল না। সাম্প্রতিক সময়ে আত্মীয়দের মন্তব্য নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি।

বিজয় যাদব বলেন, ‘যা ঘটেছে তা খুবই দুঃখজনক। আমরা এর পক্ষে নই। দীপক যদি তার সমস্যার কথা আমাদের সঙ্গে ভাগ করে নিত, তাহলে হয়তো এই ঘটনার আশঙ্কা থাকতো না।’

 

সুত্র: এনডিটিভি।

রাকিব

×