
ছবি: সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলটি আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে এক চূড়ান্ত সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে পিটিআই নেতারা ইতোমধ্যেই লাহোরে সমবেত হয়েছেন।
দীর্ঘ প্রায় দুই বছর ধরে কারাবন্দি আছেন ইমরান খান। এর আগে তার মুক্তির দাবিতে পিটিআই আন্দোলন করলেও তেমন ফল আসেনি। তবে এবার আন্দোলনকে ‘চূড়ান্ত’ আখ্যা দিয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর। তিনি বলেন, “৫ আগস্ট ইমরান খানের বন্দি জীবনের দুই বছর পূর্ণ হচ্ছে। এর আগেই আমাদের আন্দোলন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে।”
শনিবার লাহোরে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয় গান্দাপুরের নেতৃত্বে একটি বহরের আগমনের মাধ্যমে। পিটিআই জানিয়েছে, এই আন্দোলন ইমরান খানের নির্দেশেই পরিচালিত হচ্ছে। প্রথম ধাপে প্রাদেশিক ও জেলা পর্যায়ে বিক্ষোভ শুরু হবে, পরে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।
পাঞ্জাব শাখা ইতোমধ্যেই পুরো প্রদেশে নেতাকর্মীদের সক্রিয় করেছে এবং আলিয়া হামজা মালিকের নেতৃত্বে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে, যাতে ৫ আগস্টের মধ্যে আন্দোলন পূর্ণমাত্রায় গতি পায়।
শিহাব