ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

গাজা যুদ্ধবিরতি আলোচনায় নতুন মানচিত্র উপস্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

প্রকাশিত: ১৯:১৭, ১৩ জুলাই ২০২৫

গাজা যুদ্ধবিরতি আলোচনায় নতুন মানচিত্র উপস্থাপন করতে যাচ্ছে ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় নতুন গতি আসতে পারে ইসরায়েলের একটি সংশোধিত প্রত্যাহার মানচিত্র উপস্থাপনের মাধ্যমে। ইসরায়েল-হামাস আলোচনার অন্যতম প্রধান অচলাবস্থা ছিল গাজার আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে তেল আবিবের অনমনীয়তা। তবে শনিবার ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নতুন এই মানচিত্র কিছু বিরোধ নিরসনে সহায়ক হতে পারে।

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারী পক্ষগুলো ইসরায়েলের পক্ষ থেকে সংশোধিত মানচিত্রের অপেক্ষায় রয়েছে। পূর্ববর্তী আলোচনায় হামাস সর্বোচ্চ ০.৭ থেকে ১ কিলোমিটার প্রশস্ত একটি নিরাপত্তা বাফার জোনে সম্মতি দিলেও, ইসরায়েল তিন কিলোমিটার পর্যন্ত দখল বজায় রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবেই মূলত আলোচনা স্থগিত হয়ে যায়।

হা’আরেতজ পত্রিকা এক আরব কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মতপার্থক্য সত্ত্বেও মধ্যস্থতাকারী দেশগুলো এখনও আলোচনার আশাকে ত্যাগ করেনি। সূত্রটি জানিয়েছে, তারা একদিকে হামাসের পূর্ববর্তী মানচিত্র প্রত্যাখ্যানকে বিবেচনায় নিচ্ছে, অন্যদিকে ইসরায়েলি সরকারের কট্টর ডানপন্থী অংশের আপত্তিও সামাল দেওয়ার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্রও ইসরায়েলের আগের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে এবং কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের কাছে উদ্বেগ জানিয়ে দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ক্যান জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, যুদ্ধবিরতির কোনো চুক্তি হলে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির পদত্যাগ করতে পারেন। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু তার মন্ত্রিসভায় আপত্তি হ্রাস করতে অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

টাইমস অব ইসরায়েল জানায়, প্রত্যাখ্যাত মানচিত্রে ইসরায়েল গাজার প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় নিয়ন্ত্রণ ধরে রাখার পরিকল্পনা প্রকাশ করেছিল। এর মধ্যে দক্ষিণাঞ্চলের রাফাহ অঞ্চলও রয়েছে, যেখানে ইসরায়েল একটি "মানবিক সহায়তা নগরী" গড়ে তোলার কথা বলেছিল। ধারণা করা হচ্ছে, ওই এলাকাটি ব্যবহৃত হবে ফিলিস্তিনিদের তৃতীয় দেশে বিতাড়নের জন্য একটি অস্থায়ী কেন্দ্রে পরিণত করতে।

গাজা যুদ্ধবিরতি আলোচনা ও আন্তর্জাতিক উদ্বেগ

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, গাজায় ৬০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। সেই প্রস্তাব কাতার ও মিশরের মাধ্যমে হামাসকে জানানো হয়। হামাস ইতিবাচক সাড়া দেয় এবং চুক্তি বাস্তবায়নে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানায়।

যদিও ইসরায়েল হামাসের সংশোধিত শর্তাবলী প্রত্যাখ্যান করে, তারপরও ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় আলোচনায় অংশ নেয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল ৬০ দিনের যুদ্ধবিরতি, ১০ জন জীবিত এবং ১৮ জন নিহত ইসরায়েলি বন্দির মুক্তি, এবং স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাব্য পথনকশা।

যদিও অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে, তবু মূল বাধা ছিল গাজার চারপাশে ইসরায়েলি সামরিক উপস্থিতি বজায় রাখার সিদ্ধান্ত।

ইসরায়েল যুদ্ধবিরতির পরও রাফাহ অঞ্চলে সেনা অবস্থান বজায় রাখার পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি সেখানে একটি ‘সংগ্রহ শিবির’ স্থাপন করারও উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

পশ্চিম তীরে সহিংসতা ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগ

গত ১১ জুলাই পশ্চিম তীরের উত্তর রামাল্লার সিনজিল শহরে ফিলিস্তিনি জমি দখলকারী ইসরায়েলিরা এক ফিলিস্তিনিকে মারধর ও অপর একজনকে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় ৯৯৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৭ হাজারের বেশি আহত হয়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘদিনের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব ইসরায়েলি বসতি অপসারণের নির্দেশ দেয়।

একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ২০২৩ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগেও বিচারের মুখোমুখি।

 

সূত্র:https://tinyurl.com/54pr7mxp

আফরোজা

×