
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই সিরিজের টিকিট সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫০০ টাকায় পাওয়া যাবে। আগামী ১৫ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।
টিকিট প্রাপ্তির বিস্তারিত:
-
টিকিট অনলাইনে এবং স্টেডিয়ামের নির্ধারিত বুথে পাওয়া যাবে।
-
প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে।
-
অনলাইনে বিক্রি না হওয়া টিকিট স্টেডিয়ামের বাইরের বুথে বিক্রি করা হবে। কোন কোন বুথে টিকিট পাওয়া যাবে, তা বিসিবি'র ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে।
-
দর্শকরা টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়েও স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
-
টিকিট কেনা যাবে এই সাইট থেকে। (https://www.gobcbticket.com.bd)
টিকিটের মূল্য তালিকা:
-
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
-
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
-
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
-
ক্লাব হাউজ: ৮০০ টাকা
-
ইন্টারন্যাশনাল গ্যালারি: ১৫০০ টাকা
-
গ্র্যান্ড স্ট্যান্ড: ২৫০০ টাকা
-
ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩৫০০ টাকা
বিশেষ ব্যবস্থা ও মূল্য বৃদ্ধি:
বিসিবি'র বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই আন্দোলনের সম্মানে ব্লক ৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ফান্ডে দেবে বিসিবি।
তবে, আগের সিরিজের টিকিটের দামের তুলনায় এবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের এপ্রিলে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজে সর্বনিম্ন ২০০ টাকা ও সর্বোচ্চ ১৫০০ টাকায় খেলা দেখা গিয়েছিল।
ম্যাচের সময়সূচি:
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সিরিজের তিনটি ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সাব্বির