
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের পর তাসকিন আহমেদ, তানজিম হাসান এবং মোহাম্মদ নাঈমকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় একাদশে ফিরেছেন জাকের আলি, এবং পেসার শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আগের ম্যাচে মোহাম্মদ নাঈম তিন বছর পর টি-টোয়েন্টিতে ফিরে ২৯ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেও, তাকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, তাসকিন ৪ ওভারে ৪৩ রান এবং তানজিম ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
জাকের আলি আগের ম্যাচে ঊরুর মাংসপেশিতে টান লাগায় খেলতে পারেননি, তবে আজ তিনি উইকেটরক্ষক হিসেবেই একাদশে ঢুকেছেন।
অন্যদিকে, শ্রীলঙ্কা তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস, জাকের আলি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সাব্বির