ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আত্মসমর্পণ করে জামিনে মুক্ত অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ১৩ জুলাই ২০২৫

আত্মসমর্পণ করে জামিনে মুক্ত অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদান করেন।

এর আগে ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাস হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতের নির্দেশ অনুসারে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) হাইকোর্টের আদেশ অনুযায়ী, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাসের আইনজীবী জামিননামা দাখিল করেছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনামুল হক নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদেরসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়। সেই সঙ্গে অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন শোবিজ তারকার নামও অন্তর্ভুক্ত করা হয়।

মুমু ২

×