ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

অ্যাপলের নতুন এআই মডেল ৯২% নির্ভুলতায় গর্ভাবস্থা শনাক্তে সক্ষম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ১৩ জুলাই ২০২৫

অ্যাপলের নতুন এআই মডেল ৯২% নির্ভুলতায় গর্ভাবস্থা শনাক্তে সক্ষম

ছবি: সংগৃহীত

অ্যাপলের তৈরি একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) মডেল গর্ভাবস্থার লক্ষণ শনাক্ত করতে পারছে প্রায় ৯২ শতাংশ নির্ভুলতায়, এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে Apple Watch-এ যুক্ত হতে পারে, যা নারীদের শরীরের স্বাস্থ্যগত পরিবর্তনগুলো আরও নিখুঁতভাবে নজরদারি করতে সহায়ক হবে।

গবেষণাটি শিরোনাম ছিল "Beyond Sensor Data: Foundation Models of Behavioral Data from Wearables Improve Health Predictions"। এতে বলা হয়, Apple Watch এবং iPhone থেকে সংগৃহীত বিহেভিয়ারাল ডেটা ব্যবহার করে এই Wearable Behaviour Model (WBM) তৈরি করা হয়েছে।

কীভাবে কাজ করে এই এআই মডেল?

  • এআই মডেলটি ব্যবহারকারীর:
  • ঘুমের মান
  • হার্ট রেট ভ্যারিয়েবিলিটি
  • চলাফেরার ধরন
  • সহ বিভিন্ন উচ্চ-স্তরের স্বাস্থ্য সূচকের উপর ভিত্তি করে কাজ করে। এটি শুধু গর্ভাবস্থার পূর্বাভাস নয়, বরং গর্ভকালীন সময়ে শরীরের নানা পরিবর্তনও ট্র্যাক করতে পারে।

বিশাল ডেটাসেট ব্যবহৃত
গবেষণায় ব্যবহৃত হয়েছে:

  • ২৫০ কোটি ঘণ্টার বেশি ওয়্যারেবল ডিভাইস থেকে সংগৃহীত তথ্য
  • ৪৩০টি গর্ভাবস্থার রেকর্ড (যেগুলোর শেষ হয় নরমাল বা সিজারিয়ান ডেলিভারিতে)
  • ২৪ হাজারের বেশি নারী (যারা গর্ভবতী ছিলেন না), যাতে ফলাফল আরও নির্ভুল হয়

গবেষণা প্রতিবেদনে বলা হয়, “সাধারণ সেন্সরের কাঁচা তথ্য অনেক সময় বিশৃঙ্খল ও ব্যাখ্যাযোগ্য নয়। কিন্তু এসব উচ্চ-স্তরের বিহেভিয়ারাল মেট্রিক্স নির্দিষ্ট অ্যালগরিদম দ্বারা প্রসেস করা হয় এবং সেগুলো শারীরবৃত্তীয় পরিবর্তনের সাথে মিল রেখে নির্বাচন করা হয়।”

এই নতুন Wearable Behaviour Model (WBM) স্বাস্থ্য পূর্বাভাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। গবেষকদের মতে, এটি শুধু গর্ভাবস্থা নয়, অন্যান্য স্বাস্থ্যগত জটিলতাও শনাক্তে কার্যকর ভূমিকা রাখবে।

মুমু ২

×