ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শহীদ মিনারে জুলাই উইমেনস ডে: সাহস, গান আর ড্রোনের ঝলক

প্রকাশিত: ১৩:৪১, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৪২, ১৩ জুলাই ২০২৫

শহীদ মিনারে জুলাই উইমেনস ডে: সাহস, গান আর ড্রোনের ঝলক

ছবি: সংগৃহীত

‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে শহীদ মিনারে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যার। আগামীকাল সন্ধ্যা ছটায় শুরু হতে যাওয়া এই আয়োজনে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, সংগীত পরিবেশনা এবং চীনা কারিগরি সহায়তায় বিশেষ ড্রোন ডিসপ্লে। পুরো অনুষ্ঠানটি নারীর প্রতিবাদ, নেতৃত্ব এবং জুলাই আন্দোলনের চেতনার প্রতি এক গভীর শ্রদ্ধা এবং সাংস্কৃতিক উৎসর্গ।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আয়োজনের ঘোষণা দেন। তিনি জানান, তিনটি গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে— ‘You Failed to Kill Abrar Fahad’, ‘জুলাই উইমেন’ এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’। চলচ্চিত্রগুলো প্রতীকী ভাষায় তুলে ধরবে নারী নেতৃত্ব, প্রতিবাদী কণ্ঠ ও গত জুলাইয়ে ঘটে যাওয়া ঘটনা ও বাস্তবতার শিল্পভিত্তিক রূপ।

 

 

সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী সায়ান, এলিটা এবং পারসা। পাশাপাশি মঞ্চ মাতাবে তিনটি ব্যান্ড— ইলা লা লা, এফ মাইনর এবং সমগীত। আয়োজকদের ভাষ্যমতে, পরিবেশিত গানগুলো বিশেষভাবে ‘জুলাইয়ের গান’ নামে পরিচিত, যা নারীর সাহস, সংগ্রাম এবং সম্মিলিত প্রতিরোধের বার্তা বহন করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন ডিসপ্লে, যা চীনা কারিগরি সহায়তায় পরিচালিত হবে। এই প্রদর্শনী ‘Find Your Narrative’— অর্থাৎ নিজের কণ্ঠস্বর খুঁজে নেওয়ার প্রতীক হিসেবে ব্যবহার করা হবে। ফারুকী একে বলেছেন "আনমিস্যাবল", অর্থাৎ মিস করার কোনো সুযোগ নেই।

 

 

ফারুকী তার পোস্টে নারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন: “বোনেরা, কাম অ্যান্ড টেক দ্য সেন্টার স্টেজ লাইক ইউ ডিড ডিউরিং জুলাই।” অর্থাৎ, যেভাবে জুলাই আন্দোলনে নারীরা সাহসের সাথে নেতৃত্ব দিয়েছে, সেভাবেই এবারও তাদের এগিয়ে আসার ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি পুরুষদেরও আমন্ত্রণ জানিয়েছেন এই আয়োজনে অংশ নিতে।

শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানটি শুধু সাংস্কৃতিক উপস্থাপনা নয়, বরং এটি হবে স্মরণ, প্রতিবাদ, সংহতি এবং আত্মপ্রকাশের এক মিলনমেলা।
 

ছামিয়া

×