ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ড ভাঙতে মেসির আর কত গোল বাকি?

প্রকাশিত: ১৯:৫১, ১৩ জুলাই ২০২৫

সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ড ভাঙতে মেসির আর কত গোল বাকি?

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির গোল করার ক্ষুধা যেন শেষই হচ্ছে না মেজর লিগে। টানা পঞ্চম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। ন্যাশভিল এসসি’র বিপক্ষে ম্যাচের শুরুতেই এক দারুণ ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটি আসে প্রতিপক্ষ গোলরক্ষকের একটি ভুলের সুযোগ নিয়ে।

এই ফ্রি-কিক গোলটির মাধ্যমে মেসি আরও এক ধাপ এগিয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জুনিনহো পারনামবুকানোর সর্বকালের সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ডের দিকে।

জুনিনহো ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত লিওঁর হয়ে আট মৌসুম খেলেন। ক্লাবটির সাতটি টানা লিগ শিরোপা জয়ে ছিলেন অন্যতম মূল কান্ডারি। তিনি লিওঁর হয়ে ৩০০ ম্যাচে ১০০টি গোল করেন—যার মধ্যে ৭৫টি আসে লিগে এবং আশ্চর্যজনকভাবে ৪৪টি ফ্রি-কিক থেকে। ভাস্কো দা গামা ও আল-ঘারাফার সময়কাল যোগ করলে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ ৭৭ গোল করে ‘ডেড বল’ বা স্থির বল থেকে গোল করার রাজা হয়ে ওঠেন তিনি।

অন্যদিকে, লিওনেল মেসি প্রায় দুই দশক ধরেই বিশ্বের অন্যতম সেরা ফ্রি-কিক গোলস্কোরার হিসেবে পরিচিত। যদিও ক্যারিয়ারের শুরুতে সেট-পিসের দায়িত্ব বেশিরভাগ পড়ত জাভি কিংবা ইনিয়েস্তার কাঁধে, তবু গুরুত্বপূর্ণ মুহূর্তে মেসি ছিলেন নির্ভরতার নাম।

বর্তমানে তাঁর ফ্রি-কিক থেকে গোল সংখ্যা ৬৯। অর্থাৎ, মাত্র ৮টি গোল করলেই ছুঁয়ে ফেলবেন জুনিনহোর সেই ঐতিহাসিক ৭৭ গোলের মাইলফলক।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ন্যাশভিলের হয়ে সমতা ফেরান হানি মুকতার। তবে ১৩ মিনিট পরই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে আবারও জাল খুঁজে পান মেসি, যা তাঁর টানা পঞ্চম মেজে লিগ ম্যাচে জোড়া গোলের নজির গড়ে।

মেসি কি পারবেন সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতার রেকর্ড গড়তে?

খেলোয়াড়েরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের খেলার ধরনও বদলে ফেলেন—এটাই ফুটবলের স্বাভাবিক নিয়ম। মেসির গতি ও ক্ষিপ্রতা হয়তো আগের মতো নেই, তবে তাঁর সবচেয়ে বড় অস্ত্র এখন সম্ভবত ড্রিবলিং নয়—বরং সেট-পিস।

তবে এখনো মেসির পায়ে অনেক কিছু বাকি। ২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে হয়তো শেষবারের মতো মাঠে নামবেন তিনি। যদি বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে শুধু নিজের দেশকেই নয়, বিশ্বের সামনে আবারও জ্বলে উঠতে পারেন এই কিংবদন্তি। পাশাপাশি, খুব সহজেই ছুঁয়ে ফেলতে পারেন, এমনকি ছাড়িয়ে যেতে পারেন জুনিনহো পারনামবুকানোর সর্বোচ্চ ফ্রি-কিক গোলের রেকর্ডও।

২০২৫ সালে মেজর লিগে লিওনেল মেসির পরিসংখ্যান:

  • ম্যাচ: ১৬

  • গোল: ১৬

  • অ্যাসিস্ট: ৬

  • মোট গোল অবদান: ২১

আবির

×