ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সোশ্যাল মিডিয়া কি মতপ্রকাশের স্বাধীনতা না বিভ্রান্তির বিস্তার!

রাইসুল ইসলাম রুবেল

প্রকাশিত: ১৪:০৭, ১৩ জুলাই ২০২৫

সোশ্যাল মিডিয়া কি মতপ্রকাশের স্বাধীনতা না বিভ্রান্তির বিস্তার!

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও গতিশীল যোগাযোগমাধ্যমে পরিণত হয়েছে। ফেসবুক, এক্স (পূর্বতন টুইটার), ইউটিউব কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো শুধু ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রেই নয়—রাজনীতি, ব্যবসা, আন্দোলন এবং সমাজচিন্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই মাধ্যম সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে মতপ্রকাশের এক মুক্ত পরিসর। আগে যেখানে ব্যক্তিকে সীমাবদ্ধ থাকতে হতো প্রচলিত গণমাধ্যমের কাঠামোর মধ্যে, এখন সেই ব্যক্তি নিজেই হয়ে উঠছেন লেখক, প্রচারক, এমনকি সমাজ-পরিবর্তনের সক্রিয় অংশীদার। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে নিঃসন্দেহে এটি একটি বড় অগ্রগতি।

তবে এর উল্টো দিকটিও কম উদ্বেগজনক নয়। এই একই প্ল্যাটফর্মে গুজব, মিথ্যা তথ্য, অপপ্রচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অবাধ বিস্তার নতুন এক সামাজিক সংকটের জন্ম দিচ্ছে। যাচাই না করে তথ্য শেয়ার করার প্রবণতা মানুষকে বিভ্রান্ত করছে এবং কখনো কখনো সহিংসতা বা সামাজিক অস্থিরতার কারণ হয়ে উঠছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ার ভূমিকা আরও স্পষ্ট। এটি যেমন একপক্ষের প্রচারণার হাতিয়ার, তেমনি বিরুদ্ধ মত দমন ও হেয়প্রতিপন্ন করার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। ট্রল, চরিত্রহননের ভিডিও কিংবা বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে ব্যক্তি ও দলকে সামাজিকভাবে আঘাত করার প্রবণতা বেড়েছে। ফলে মতপ্রকাশের স্বাধীনতা কখন যেন পরিণত হচ্ছে মতদমনের অস্ত্রে।

এই পরিস্থিতিতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ আইনের প্রয়োগ নিয়ে রয়েছে মতবিরোধ। কেউ একে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন—গুজব ও অপপ্রচার রোধে এটি একটি জরুরি ব্যবস্থা।

বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন ডিজিটাল সচেতনতা ও মিডিয়া লিটারেসি। তথ্য যাচাইয়ের অভ্যাস, দায়িত্বশীল ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে এই মাধ্যমের ইতিবাচক দিকগুলোকে কাজে লাগানো সম্ভব।

সোশ্যাল মিডিয়া একদিকে হতে পারে গণতন্ত্রের শক্তি, আবার অন্যদিকে হয়ে উঠতে পারে বিভ্রান্তির বিস্তার। আমাদেরই ঠিক করতে হবে—এই মাধ্যমকে আমরা কোন পথে নিয়ে যেতে চাই: মুক্ত মতের মঞ্চ, না মিথ্যার মহড়া?

লেখক: রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর

নোভা

×