ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

লর্ডসে রোমাঞ্চকর টেস্টে ভারতের হার

প্রকাশিত: ০৮:১০, ১৫ জুলাই ২০২৫

লর্ডসে রোমাঞ্চকর টেস্টে ভারতের হার

ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টে শেষ দিনের রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডের কাছে ২২ রানে হেরেছে ভারত। জয়ের জন্য শেষ দিনে ১৩৫ রান প্রয়োজন ছিল ভারতের, বিপরীতে ইংল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। বৃষ্টির অনুপস্থিতিতে এমন সমীকরণে ড্রয়ের সম্ভাবনা ক্ষীণ ছিল, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। দিনের খেলার ৩০ ওভারেরও বেশি বাকি থাকতেই অলআউট হয়ে যায় ভারত।

লর্ডসে প্রথম ইনিংসে দুই দলই সমান ৩৮৭ রান সংগ্রহ করেছিল। দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের তোপের মুখে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হয়। ফলে ভারতের সামনে ১৯৩ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায়, যা তারা টপকাতে পারেনি, ১৭০ রানেই গুটিয়ে যায়।

৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল ভারত। সকালের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই ভারতকে চাপে ফেলে ইংল্যান্ড। দিনের তৃতীয় ওভারেই ঋষভ পান্তকে বোল্ড করেন জোফরা আর্চার। এক ওভার পরই ফেরেন লোকেশ রাহুল। আগের দিনে দারুণ লড়াই করা এই ওপেনার ৩৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। ওয়াশিংটন সুন্দরও সুবিধা করতে পারেননি, ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাতে ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ভারত।

তবে সেখান থেকে একাই লড়াই করেছেন রবীন্দ্র জাদেজা। নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে অষ্টম উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা করেন জাদেজা। কিন্তু ৫৩ বলে ১৩ রানের বেশি করতে পারেননি নীতিশ। এরপর জাসপ্রিত বুমরাহ চেষ্টা করেছেন জাদেজাকে সঙ্গ দিতে, কিন্তু ৫৪ বল খেলেই থামেন বুমরাহ। শেষ উইকেটেও অনেকটা সময় জাদেজাকে সঙ্গ দিয়েছেন সিরাজ। তবে শেষ পর্যন্ত ভাগ্য তাদের সঙ্গী হয়নি। ৩০ বলে ৪ রান করে বশিরের বলে বোল্ড হয়েছেন সিরাজ, তাতে জয় থেকে ২০ রানে দূরে থাকতে অলআউট হয় দল। শেষ পর্যন্ত ১৮১ বল খেলে ৬১ রানে অপরাজিত থেকেছেন জাদেজা।

সাব্বির

×