
পরিবারে নেমে এসেছে শোকের ছায়া
ফিনল্যান্ড থেকে নানা বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে ডুবে নিখোঁজ শিশু জাইন (৪) এর লাশ উদ্ধার করেছে স্বজনরা।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রীজের নিচে ভাসমান অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ শিশু জাইন উপজেলার কলাকোপা ইউনিয়নের গোপালপুর গ্রামের ফিনল্যান্ড প্রবাসী মো. মাসুদের ছেলে।
নিহত জাইন তার মা সাহিদা আক্তার, বড় বোন সোহা'র সাথে গত ২২দিন আগে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে আসে। এক সপ্তাহ আগে পার্শ্ববর্তী গোয়ালনগর গ্রামে নানা মো. সেলিমের বাড়িতে বেড়াতে আসে তারা।
স্বজনরা জানান, মঙ্গলবার ভোর থেকে ট্রলার নিয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় খোঁজ করেন। বেলা ১০টার দিকে নবাবগঞ্জে ব্রীজের নিচে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে একজন জেলের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাইনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সোমবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে নানা বাড়ির নদী পাশ্ববর্তী বাড়ির উঠানে খেলা করছিল জাইন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন জাইনকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করে। একপর্যায়ে তার পায়ের জুতা নদীর পানিতে ভাসতে দেখেন তারা। পরে ফায়ার সার্ভিস সদর দপ্তর ও নবাবগঞ্জ থানা পুলিশে খবর দেয়া হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধারকারী ডুবরি দল শিশুটির সন্ধান পায়নি।
এদিকে, এ আকস্মিক দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের বিলাপে আশপাশের পরিবেশ শোক বিহ্বল হয়ে পড়েছে। লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত নারী-পুরুষ ঐ বাড়িতে ভীড় করছে। তারা শোকাহত পরিবারের খোঁজ নেন। অনেকে সমবেদনা প্রকাশ করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. রাজিব জানান, লাশ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তাসমিম