ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে নিয়ে চাচাতো ভাই উধাও : থানায় ডায়েরি

কামরুল আহসান (সোহাগ), ইন্দুরকানী, পিরোজপুর

প্রকাশিত: ১৮:৪৪, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৫, ১৫ জুলাই ২০২৫

ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীকে নিয়ে চাচাতো ভাই উধাও : থানায় ডায়েরি

ছবি:সংগৃহীত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া ০২নং ওয়ার্ডের এক মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে নিয়ে তারই আপন চাচাতো ভাই উধাও হয়েছে।

সোমবার (১৪ জুলাই) হামিদা আক্তার (১২) পরীক্ষা দিয়ে ফেরার পথে চাচাতো ভাই নাজমুল সরদার (২০) তাকে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার (১৫ জুলাই) ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন।

শিক্ষার্থীর পরিবার ও থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার ঢেপসাবুনিয়া ২নং ওয়ার্ডের আকমান সরদারের মেয়ে হামিদা আক্তার স্থানীয় সাঈদখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে পরীক্ষা দিতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে, আকমানের আপন ছোট ভাই লোকমান সরদারের ছেলে নাজমুল সরদার তার চাচাতো বোন হামিদা আক্তারকে নিয়ে পালিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় এবং নাজমুল সরদারের পরিবারের কাছে অনুরোধ করেও কোনো সহযোগিতা না পেয়ে, হামিদার পরিবার থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়।

হামিদা আক্তারের মা হাজেরা বেগম বলেন, “আমার নাবালিকা মেয়ে সোমবার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে জানতে পারি আমার দেবরের ছেলে নাজমুল সরদার তাকে নিয়ে পালিয়েছে। বিষয়টি বারবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আমার মেয়েকে ফেরত চাই।”

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, “মাদ্রাসা পড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে তার চাচাতো ভাই উধাও হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

 
 

মারিয়া

×