ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ফরিদপুরে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আবিদুর রহমান নিপু ,ফরিদপুর 

প্রকাশিত: ১৮:৩৬, ১৫ জুলাই ২০২৫

ফরিদপুরে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দৈনিক জনকণ্ঠ

সারাদেশে প্রশাসনের নিরলিপ্ততায় ‌ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ‌ ও ষড়যন্ত্র মূলকভাবে ‌ দেশকে অস্থিতিশীল করার ‌ প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর  মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা ‌ অনুষ্ঠিত ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ‌ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশে প্রশাসনের নিরলিপ্ততায় ‌ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ‌ ও ষড়যন্ত্র মূলকভাবে ‌ দেশকে অস্থিতিশীল করার ‌ প্রতিবাদে ‌ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরেও ‌ উক্ত কর্মসূচি পালন করা হয়।

আজ মঙ্গলবার বিকেল ‌৪-৩০ মিনিটের দিকেমহানগর স্বেচ্ছাসেবক দলের ‌ আহবায়ক সৈকত হাসানের সভাপতিত্বে এবং ‌ সদস্য সচিব ‌ মাহফুজুর রহমান ‌ সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‌ ‌ কেন্দ্রীয় সংসদের ‌ সহ-সাধারণ সম্পাদক ‌ মাহমুদুর রহমান ‌ রঞ্জু ‌।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন বিগত কয়েকদিন যাবত ফেসবুকের মাধ্যমে ‌ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‌ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক তারেক রহমানের নামে ‌ যে সমস্ত  অপপ্রচার প্রোপাগান্ডা ও পোস্ট করা হচ্ছে আমরা তার নিন্দা জানাই।

বক্তারা বলেন ‌ বিএনপি ‌ একটি জনপ্রিয় দল। পক্ষান্তরে কিছুসংখ্যক রাজনৈতিক দল এ সংগঠনটি নিয়ে ‌ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মিডিয়াতে প্রোপাগান্ডা চালাচ্ছে ‌‌ যা অত্যন্ত নিন্দনীয় ‌।

সারাদেশে তারা ‌ মব সৃষ্টি করছে ‌। বক্তারা এ ঘটনা নিন্দা করেন। বক্তারা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক  তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ।

আর তাই সকল ভেদাভেদ বলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এর পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আলিপুর মোরে ‌ এসে পৌঁছালে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হ্যাপী

×