
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার বিএনপির সহসভাপতি ও গাজীপুর মহানগর ৫০ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি হয়েও ২০২৪ জুলাই-আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি করা হয়েছে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদকে!
ঢাকার বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। জুলাই-আগষ্ট আন্দোলনের ৯ মাস পর অধ্যক্ষ হারুন অর রশিদকে হত্যা মামলায় আসামি করায় চরম ক্ষোভ বিরাজ করছে স্হানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, এটি টঙ্গীর আওয়ামী দোসরদের ষড়যন্ত্র।
টঙ্গী গাজীপুরের স্থায়ী বাসিন্দাকে ঢাকার বাড্ডা থানায় আসামি করে অধ্যক্ষকে হেয় করা হয়েছে। গত ২৭ বছর হারুন অর রশিদ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছেন। আওয়ামী সরকারের আমলে মিটিং মিছিল করে রাজপথ কাঁপিয়েছেন। বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা মামলার খবর শুনে স্থায়ানীয় নেতাকর্মীরা হতবাক। তারা বিএনপি নেতা অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এদিকে যোগাযোগ করা হলে অধ্যক্ষ হারুন অর রশিদ জনকণ্ঠকে বলেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ পদে আমার বসা নিয়ে আমার প্রতিপক্ষ আওয়ামী দোসররা আমার বিরুদ্ধে আমাকে হত্যা মামলার আসামি করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, গত দুমাস আগে আমি টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ পদে যোগদানের পর আমাকে হত্যা মামলায় আসামি করা হয়েছে।
এদিকে গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে অধ্যক্ষ হারুন অর রশিদ বিএনপির একজন নিবেদিত নেতা। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে সামনের সারির একজন নেতা।
বিএনপির টঙ্গী সাংগঠনিক প্যাডে প্রত্যায়ন করা ওই চিঠিতে বলা হয়, এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ হারুন অর রশীদ, পিতা: আব্দুল খালেক, মাতা: লতিফুন্নেছা, ঠিকানা: গ্রাম: দত্তপাড়া, ডাকঘর: মনুনগর, থানা: টঙ্গী (পূর্ব) গাজীপুর মহানগর, জেলা: গাজীপুর। তিনি টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সম্মানিত সহ-সভাপতি এবং ৫০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সম্মানিত ১ নং সদস্য।
গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
গাজী সালাহউদ্দিন সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি।
রাজু