
ছবি: দৈনিক জনকণ্ঠ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর ০৭ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। বাঘাডাঙ্গা সীমান্তের ৬০/৩৭ নং পিলারের শূন্য লাইনে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ০৬ জনকে আটক করেছে ও অপর এক অভিযানে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি পতাকা বৈঠক ও আটকের বিষয়টি নিশ্চিত করে।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো: সিহানুক জানান, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন বর্নবাড়িয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বাংলাদেশের মহেশপুর ৫৮ বিজিবির বাঘাডাঙ্গা বিওপি কমান্ডারকে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ০৭ জন বাংলাদেশিকে আটকের বিষয়ে অবগত করান। এবং তাদেরকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। বিজিবি সেগুলো যাচাই বাছাই করে বাঘাডাঙ্গা সীমান্তের ৬০/৩৭ নং পিলারের শূন্য লাইনে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর বিএসএফ ৭জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩জন শিশু রয়েছে।
অন্যদিকে অবৈধভাবে মহেশপুর সীমান্ত দিয়ে পারাপারের সময় বাঘাডাঙ্গা সীমান্ত থেকে থেকে ০৬ জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশি তৈরি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
ফারুক