
ছবি: সংগৃহীত
বাগেরহাটে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শেখ ফয়সাল (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ ওই শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল শেখ পলাতক রয়েছেন। মুঠোফোনও বন্ধ রয়েছে অভিযুক্তের।
ফয়সাল শেখ বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকার শেখ সবুজের ছেলে। সে ওই শিশুর মায়ের মামাতো ভাই হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যার দিকে ৪ বছর ও ৯ বছর বয়সী দুই মেয়েকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে মুরগির খাবার কিনতে যায় তাদের মা ও মামী। সে সুযোগে ফয়সাল নামের ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে। বাজার থেকে আসতে কত সময় লাগবে জানতে ফোনে কলও দেয় সে। দ্রুত ফিরে দেখে ৯ বছর বয়সী বড় মেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। গোপনাঙ্গ থেকে ঝরছে রক্ত। দ্রুত স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ভিকটীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তির দাবি শিশুটির পরিবারের সদস্যরা।
প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনস্টপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডাঃ মোঃ শামীম হাসান।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। আমরা মনে করছি তাকে ধর্ষণ করা হয়েছে।’
বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের কেউ এখনও অভিযোগ করেনি। তবে অভিযুক্তের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
ফারুক