ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মসজিদ কমিটির বিরুদ্ধে ৪০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

মোস্তাক আহমেদ বাবু, পীরগাছা, রংপুর

প্রকাশিত: ০০:৪৫, ১৬ জুলাই ২০২৫

মসজিদ কমিটির বিরুদ্ধে ৪০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

ছবি: দৈনিক জনকণ্ঠ

রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদানগর ইউনিয়নের অন্নদানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের জন্য বরাদ্দ ২ কোটি ১০ লাখ টাকার মধ্যে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সভাপতি মো. আতাউর রহমান মাস্টার, সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুনার রশিদ হারাগছি এবং সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে।

অভিযুক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেন, আমাদের নামে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এখনো পর্যন্ত নির্মাণ কাজের এক-চতুর্থাংশ বাকি রয়েছে। কাজ শেষ করে হিসাব বুঝিয়ে দেওয়া হবে।

তারা আরও জানান, বাজারের ব্যবসায়ীদের অর্থেই মসজিদ মার্কেট নির্মাণ করা হচ্ছে, কোনো সরকারি বরাদ্দ নেই। প্রতিশ্রুতি অনুযায়ীই দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো আত্মীয়স্বজন বা বহিরাগতকে বরাদ্দ দেওয়া হয়নি। মূল রোডে ৭ লাখ, ভেতরের অংশে ৬ লাখ এবং পেছনের দিকে ৫ লাখ টাকা করে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কালু মিয়া ও আলাউদ্দিন মিয়া বলেন, আমরা দীর্ঘ ৪০-৫০ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি। মসজিদ মার্কেট নির্মাণের সময় আমাদের দোকান ভেঙে দেওয়া হয়। আমাদের বলা হয়েছিল, দোকান বরাদ্দ পাব। সেই আশায় বসে আছি, কিন্তু আজও পেলাম না। এখন পরিবার-পরিজন নিয়ে অসহায় অবস্থায় আছি।

তারা আরও জানান, আমরা ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। মার্কেট নির্মাণের সময় থেকে এখন পর্যন্ত ৬-৭ লাখ টাকা ঋণে ডুবে গেছি। দোকান না পেলে কীভাবে তা শোধ করবো বুঝতে পারছি না।

বর্তমানে অন্নদানগর ইউনিয়নে কোনো চেয়ারম্যান না থাকায় কেউ এ বিষয়ে মুখ খুলছেন না। সম্প্রতি একজন প্রশাসক চেয়ারম্যান আসলেও দুর্নীতির অভিযোগে তাকে বদলি করা হয়। এখন ইউনিয়ন পরিষদ কার্যত শূন্য।

নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, এই বিষয়ে আমি অবগত নই, তবে অভিযোগ আসামাত্র তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মসজিদ কমিটির আয়-ব্যয়ের হিসাবও খতিয়ে দেখা হবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা জানান, আমরা এই কমিটির বিরুদ্ধে ইউএনও অফিসে স্মারকলিপি দিয়েছি। আমরা চাই নতুন কমিটি গঠন করে মসজিদের উন্নয়ন নিশ্চিত করা হোক। পুরোনো কমিটির কোনো জবাবদিহিতা নেই। তারা শুধু আত্মসাৎ করেছে।

তারা বলেন, আল্লাহর ঘর নিয়ে যারা দুর্নীতি করবে, তাদের বিচার এই দুনিয়াতেই হবে। এত টাকা দিয়ে একতলা মার্কেট নির্মাণ সম্ভব নয়। হিসাব করলে বোঝা যাবে কতটুকু অনিয়ম হয়েছে।

ফারুক

×