
দাশপাড়া বিএনপির উদ্যোগে খালের কচুরিপানা পরিস্কার করা হচ্ছে
বাউফলে দাসপাড়া ইউনিয়নের ভুইরভুইরা খালের কচুরিপানা পরিস্কার করা হয়েছে। আজ মঙ্গলবার(১৫ জুলাই) দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর উদ্যোগে শতাধিক বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা কচুরিপানা পরিস্কার কাজে অংশ নেয়।
বিএনপি নেতা আলী আজম চৌধুরী বলেন, প্রায় সাড়ে ৩ কিলোমিটার খালের কচুরিপানা পরিস্কার করা হয়। এই কচুরিপানার কারণে কৃষি কাজ ব্যহত হতো। এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পায়। বিষয়টি জানার পরে তিনিসহ বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছা শ্রমে খালের কচুরিপানা পরিস্কার করেন।
এসময় দাশপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন। দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্বেচ্ছা শ্রমে খালের কচুরিপানা পরিস্কার করায় এলাকায় প্রশংসিত হয়েছে।
তাসমিম