
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দুধলমৌ গ্রামে আব্দুস সত্তার হাওলাদার নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ১৫ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।
স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুস সত্তার হাওলাদারকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সানজানা