ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ডোনাল্ড ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার পেলে

প্রকাশিত: ০৯:৩৪, ১৫ জুলাই ২০২৫

ডোনাল্ড ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার পেলে

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্রেস রিহার্সাল হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তিনি উপস্থিত ছিলেন। সেখানেই এক সাক্ষাৎকারে ট্রাম্প ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলেকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেন। এমনকি তিনি জানান, তিনি নিজে পেলেকে খেলতে দেখেছেন।

টুর্নামেন্ট চলাকালে ট্রাম্পের কাছে তার ফুটবল হিরো সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে পেলের নাম নেন। তিনি পেলেকে নিজের প্রিয় খেলোয়াড় এবং সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে উল্লেখ করেন। এই কিংবদন্তি ফরোয়ার্ড ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিউইয়র্ক কসমসের হয়ে খেলে এরপর অবসর গ্রহণ করেন।

পেলেকে খেলতে দেখার স্মৃতিচারণ করে ট্রাম্প বলেন, "অনেক বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন তারা পেলেকে এখানে খেলতে এনেছিল। দলটি ছিল কসমস। এই জায়গাটা কানায় কানায় পূর্ণ ছিল – এটি ছিল এই স্টেডিয়ামের (মেটলাইফ স্টেডিয়াম) আগের সংস্করণ, আর খেলছিলেন পেলে। আমি নিজেকে বৃদ্ধ হিসেবে দেখাতে চাই না, কিন্তু সেটা অনেক বছর আগের কথা। আমি তখন তরুণ ছিলাম আর আমি পেলেকে দেখতে এসেছিলাম। তিনি ছিলেন দুর্দান্ত, সত্যিই অসাধারণ।"

প্রসঙ্গত, ক্লাব বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তোলে চেলসি।

সাব্বির

×