ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বাচ্চাদের মস্তিষ্ক তীক্ষ্ণ করতে প্রতিদিন এই খাবার খাওয়ান

প্রকাশিত: ১৪:৫০, ১৫ জুলাই ২০২৫

বাচ্চাদের মস্তিষ্ক তীক্ষ্ণ করতে প্রতিদিন এই খাবার খাওয়ান

ছবি: সংগৃহীত

শিশুর মানসিক বিকাশে শুধু পড়াশোনা আর খেলাধুলা নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার খাদ্যতালিকাও। বিশেষজ্ঞরা বলছেন, বাচ্চাদের স্মৃতিশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে চাইলে প্রতিদিনের খাবারে যোগ করতে হবে কিছু নির্দিষ্ট ড্রাই ফ্রুট। এগুলো মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা উন্নত করতে কার্যকরভাবে কাজ করে।

বিশেষ করে যেসব খাবারে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল—সেগুলো মস্তিষ্কের বিকাশে অনন্য। চলুন জেনে নিই, কোন ৩টি ড্রাই ফ্রুট শিশুর বুদ্ধি বাড়াতে সাহায্য করে—

🟠 আমন্ড: বুদ্ধির বন্ধু

‘মস্তিষ্কের খাবার’ নামে পরিচিত আমন্ডে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট।
বিশেষজ্ঞরা বলছেন, ভিটামিন ই মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে।
কীভাবে দেবেন: প্রতিদিন সকালে ৩-৪টি ভিজিয়ে রাখা আমন্ড দুধের সঙ্গে খাওয়ালে শিশু উপকৃত হবে।

🟠 আখরোট: দেখতে যেমন মস্তিষ্ক, কাজেও তেমনি

আখরোটে রয়েছে ওমেগা-৩-এর অন্যতম উৎস আলফা-লিনোলেনিক অ্যাসিড (ALA)। এটি শিশুদের নিউরোলজিক্যাল বিকাশে বিশেষভাবে সহায়ক।
জ্ঞানীয় ক্ষমতা ও মনোযোগ বাড়াতে এটি কার্যকর।
বিশেষজ্ঞ মত: "নিয়মিত আখরোট খেলে শিশুর শেখার ক্ষমতা ও যুক্তি-বিচার শক্তি বাড়ে,"—ডা. জাহানারা পারভীন, শিশু পুষ্টিবিদ।

🟠 পেস্তা: নিউরনের শক্তি

সবুজ এই বাদামটিতে আছে ভিটামিন বি৬, যা নিউরোট্রান্সমিটার উৎপাদনে সহায়ক। এছাড়া এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর মস্তিষ্কের কোষের মধ্যে যোগাযোগ বাড়াতে সাহায্য করে। কিছু পেস্তা বাদাম সকালে বা বিকেলের নাস্তার সঙ্গে দিলে মস্তিষ্ক থাকবে চাঙ্গা।


এসব ড্রাই ফ্রুট শিশুদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার আগে অ্যালার্জির সম্ভাবনা জেনে নিন।

অতিরিক্ত নয়, পরিমাণমতো খাওয়ানোই বুদ্ধিমানের কাজ।

মস্তিষ্ক ঠিকঠাক কাজ করলে, বাচ্চা পড়াশোনায় মনোযোগী হয়, স্মৃতি হয় ধারালো। তাই প্রতিদিনের ডায়েটে এই ৩ ড্রাই ফ্রুট রাখুন—শিশুর মেধা বিকশিত হোক প্রাকৃতিকভাবেই।

একাধিক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র ৪টি আমন্ড ও ২টি আখরোট খেলে শিশুদের স্মৃতি শক্তির উল্লেখযোগ্য উন্নতি ঘটে ৮ সপ্তাহের মধ্যেই!

Mily

×