
ছবি: জনকণ্ঠ
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল বলেন,বিএনপি গত ১৬ বছর পতিত ফ্যাসিবাদি আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিএনপির লাখো নেতাকর্মী নিজের জীবন বাজি রেখে বিরামহীন আন্দোলেন সংগ্রাম করেছে।জুলাই বিপ্লবে বিএনপির অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। ফলশ্রুতিতে এই জুলুমবাজ সরকারের পতন হয়েছে। কিন্তু বিএনপির অবদানকে একটি মহল খাটো করে দেখতে চায়।
বিএনপি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের বিরুদ্ধ নতুন ষড়যন্ত্র শুরু করেছে একটি অপশক্তি। ঢাকার মিডফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় বিএনপির নাম জড়িয়ে প্রচারণা চালায় একটি মহল। কিন্তু দেশবাসী দেখেছে এর সাথে রাজনীতির যোগসুত্র নেই। বিএনপি নির্বাচনমুখী দল।
এসব করে কোন লাভ হবেনা।,বিগত সরকার আমাদের জনগণের কাছে যেতে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।অনেক ত্যাগ স্বীকার করে আমরা মাধবপুর চুনারুঘাট বাসির পাশে থেকেছি। বিগত দিনে যেকোন দুর্যোগকালীন সময়ে আমরা জনগণের পাশে ছিলাম।
মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ ইশতিয়াক, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমূখ। উল্লেখ্য আজ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে চারশো শিক্ষার্থীর মাঝে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। । গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষে মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
ছামিয়া