ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কর্দমাক্ত সড়কে ইট বিছিয়ে রাস্তা তৈরি ইবি ছাত্রশিবিরের

স্টাফ রিপোর্টার, ইবি

প্রকাশিত: ২০:৪৩, ১৫ জুলাই ২০২৫

কর্দমাক্ত সড়কে ইট বিছিয়ে রাস্তা তৈরি ইবি ছাত্রশিবিরের

ছবি:সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পকেট গেট থেকে শহীদ আনাস হল পর্যন্ত রাস্তাটি বৃষ্টির কারণে কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছিল। এই সমস্যা সমাধানের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এবং শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলীর নেতৃত্বে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে একটি ইটের রাস্তা তৈরি করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সেক্রেটারি ইউসুফ আলীর বরাতে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন রাস্তা ভাঙা ও খানাখন্দে ভরা। সম্প্রতি বৃষ্টির কারণে এই সমস্যা আরও বেড়েছে। বিশেষ করে কাঁচা রাস্তাগুলো পিচ্ছিল ও কাদাময় হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এজন্য গত ৯ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সঙ্গে সাক্ষাৎ করে শাহ আজিজুর রহমান হলের পকেট গেট ও টিএসসির সামনের ভাঙা রাস্তা মেরামতের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে সেদিন বিকেলে পকেট গেটের কাঁচা রাস্তায় বালু ফেলে সাময়িকভাবে মেরামত করা হয়েছিল। কিন্তু ভারি বৃষ্টির কারণে রাস্তাটি আবারও কর্দমাক্ত হয়ে হাঁটার অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে ইট দিয়ে একটি পায়ে চলাচলের রাস্তা তৈরি করেছে।

ইউসুফ আলী জানান, শিক্ষার্থীবান্ধব একটি ছাত্রসংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবির তার সাধ্যের মধ্যে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সবসময় সচেষ্ট। শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবিতে এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে ছাত্রশিবির সবসময় তৎপর ছিল, এখনো আছে। এরই ধারাবাহিকতায় শাহ আজিজুর রহমান পকেট গেট সংলগ্ন রাস্তায় পায়ে চলাচলের জন্য আমরা ইটের রাস্তা তৈরি করেছি।

তিনি আরও বলেন, এই উদ্যোগটি একটি সাময়িক সমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা শাহ আজিজুর রহমান হলের পকেট গেট, টিএসসির সামনের রাস্তা এবং শহীদ জিয়াউর রহমান হলের সামনের রাস্তাসহ ক্যাম্পাসের সব রাস্তা দ্রুত সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে।

 

মারিয়া

×