
ছবি: প্রতীকী
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় মাত্র ১০ দিনের মধ্যে নিজের বিনিয়োগ দ্বিগুণ করেছেন—এমন দাবি করে এক রেডিট ব্যবহারকারী সম্প্রতি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছেন। জনপ্রিয় দুটি এআই মডেল—চ্যাটজিপিটি ও গ্রোকের ট্রেডিং পরামর্শ অনুসরণ করে এই সাফল্য পেয়েছেন বলে তিনি দাবি করেছেন।
‘Watching ChatGPT Make Me Money While I Chill and Crack a Cold One!’ শিরোনামে রেডিটে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি রোবিনহুড অ্যাপে (জনপ্রিয় বিনিয়োগ এবং ট্রেডিং অ্যাপ) মাত্র ৪০০ ডলার ইনভেস্ট করেছিলাম, এটা পরীক্ষা করতে যে, চ্যাটজিপিটি আমার নিজের ট্রেডিং ইন্সটিংক্টকে হার মানাতে পারে কিনা। প্রথম দিনেই এমন লাভ পেলাম, যেন ক্রিস জেনার নতুন কোনো রিয়েলিটি শোতে সই করেছে!’
চারদিনের মধ্যেই তার এআইয়ের প্রতি আস্থা এতটাই বেড়ে যায় যে, তিনি তার পোর্টফোলিওকে দুইভাগে ভাগ করে একদিকে চ্যাটজিপিটি ও অন্যদিকে গ্রোককে আলাদা করে ট্রেড করতে দেন। দুটি এআই চ্যাটবটকেই তিনি দেন বিশাল পরিমাণ ‘নার্ডি ডেটা'—যেমন এক্সেল স্প্রেডশিট, ফান্ডামেন্টাল বিশ্লেষণ, অপশন চেইন, টেকনিক্যাল ইন্ডিকেটর এবং ম্যাক্রো অর্থনৈতিক তথ্য। নির্দেশনা ছিল একটাই—সব বিশ্লেষণ ঘেঁটে এমন ট্রেড সাজিয়ে দাও, যাতে তার বারবিকিউ বাজেটও কার্দাশিয়ানদের ধনসম্পদের ধারে কাছেও পৌঁছে যায়!
১০ ট্রেডিং দিনের শেষে রেজাল্ট দেখে তিনি নিজেই হতবাক। লেখেন, “আমি ১৮টা ট্রেড করেছি, যার মধ্যে ১৭টা বন্ধ করেছি এবং এখন পর্যন্ত এআই ‘ব্রাদার্সদের’ (চ্যাটজিপিটি ও গ্রোক) পারফরম্যান্স ১০০% উইন রেট! চ্যাটজিপিটি একা ১৩টা সঠিক ট্রেড করেছে, গ্রোক ৫টা। কেউই আমাকে হতাশ করেনি!”
তিনি আরও লেখেন, ‘আমি রীতিমতো এক্সসাইটেড এই YOLO এআই অ্যাডভেঞ্চার কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য। সামনের ছয় মাস দারুণ কিছু হতে যাচ্ছে। আরেকটা কোল্ড ওয়ান খুলে বসে রইলাম!”
রেডিটে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশংসা করেছেন এআইয়ের দক্ষতার, কেউ কেউ আবার সতর্ক করেছেন, বলছেন এটি কেবল এক ‘বুলিশ মার্কেট’-এর ফল হতে পারে।
একজন মন্তব্য করেন, ‘আমি তো এমনিতেই ভাবছিলাম সোমবার থেকে এটা শুরু করব। এই পোস্টটা যেন মহাবিশ্ব আমাকে সামনে এগোতে বলছে!’
আরেকজন মজা করে বলেন, ‘চ্যাটজিপিটি আমার গলফ গেমে অনেক সাহায্য করেছে, এখন দেখি ট্রেডিংয়েও হেল্প করে কিনা!’
তবে অনেকেই এই অভিজ্ঞতাকে বাস্তবসম্মতভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন। একজন বলেন, “ভাই, এটা তো পুরনো কথা—‘বুলিশ মার্কেটে সবাই জিনিয়াস।’ এটা তো শুধু বাজার চড়া থাকারই ফল।”
একজন কটাক্ষ করে লিখেছেন, “মার্কেট যখন গরম, তখন সবাই জিনিয়াস। এই সফলতাকে এআইয়ের কৃতিত্ব দেওয়া ঠিক হবে না। বরং এটা ‘ভাগ্যের দান’ হতে পারে।”
সূত্র: এনডিটিভি।
রাকিব