
ছবি: সংগৃহীত
বৃষ্টির দিনে বাইরে যাওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু ঘরে বসেও দিনটি উপভোগ করার আছে অনেক উপায়। বরং এই সময়টা হতে পারে নিজের জন্য একটু বাড়তি সময় বের করে নেওয়ার সুযোগ—আর তার সাথে খানিকটা আরাম, স্বস্তি আর সৃজনশীলতা যোগ হলে তো কথাই নেই।
নিচে রইলো বৃষ্টির দিনে ঘরে বসে করা যায় এমন ৫টি সেরা কার্যকলাপ—
১. সিনেমা ম্যারাথন: প্রিয় গল্পে হারিয়ে যাওয়ার সুযোগ
বৃষ্টির শব্দের মাঝে একটা ভালো সিনেমা—এর চাইতে আরামদায়ক আর কী হতে পারে? বিছানায় কাঁথা-বালিশ নিয়ে প্রিয় সিনেমা কিংবা ওয়েব সিরিজ চালিয়ে দিন। পাশে পপকর্ন থাকলে তো কথাই নেই!
২. রান্নায় নতুন কিছু: ঘ্রাণে ঘর হোক ভরা
নতুন রেসিপি ট্রাই করার সময় বৃষ্টির দিন। কুকি বেকিং, হোমমেড পিজ্জা কিংবা নতুন কোনো মিষ্টি খাবার তৈরি করে দিনটাকে স্মরণীয় করে তুলুন।
৩. ইয়োগা বা ইনডোর ওয়ার্কআউট: শরীরও থাকুক সক্রিয়
বৃষ্টিতে বাইরে না গেলেও ঘরে বসেই শারীরিকভাবে সক্রিয় থাকা সম্ভব। ইউটিউব বা অ্যাপ থেকে বেছে নিন একটা ছোট ওয়ার্কআউট বা ইয়োগা সেশন। মন ভালো থাকবে, শরীরও ফুরফুরে লাগবে।
৪. বই পড়া বা পডকাস্ট শোনা: শব্দের ভেতর ডুবে যাওয়া
চায়ের কাপ হাতে প্রিয় বই কিংবা পডকাস্টে মন দিন। গল্প হোক বা তথ্য—এই সময়টা একান্ত নিজের জন্য উপভোগ করুন। চোখ বন্ধ করে শব্দে হারিয়ে যান অন্য এক জগতে।
৫. ঘর গোছানো বা রিডেকরেশন: বদল আনুন নিজের চারপাশে
বৃষ্টির দিনে ঘর গোছানো বা কিছু ছোট রিডেকরেশন করার সময়। ফার্নিচার একটু সরিয়ে বসার জায়গা বদলানো, অপ্রয়োজনীয় জিনিস ছেঁটে ফেলা—সবকিছুই ঘরকে আরও সুন্দর ও প্রশান্তিকর করে তুলবে।
আবির