ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

২০২৫ সালে যেসব ছোট ব্যবসা শুরু করে আয় করা যেতে পারে সহজেই

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ জুলাই ২০২৫

২০২৫ সালে যেসব ছোট ব্যবসা শুরু করে আয় করা যেতে পারে সহজেই

সম্প্রতি উদ্যোক্তাবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন Entrepreneur ২০২৫ সালের জন্য সম্ভাবনাময় কিছু ক্ষুদ্র ব্যবসার তালিকা প্রকাশ করেছে। এসব ব্যবসা শুরু করতে বড় পুঁজির দরকার নেই, কিন্তু মুনাফার সুযোগ যথেষ্ট। নিচে উল্লেখ করা হলো এমন সাতটি ব্যবসার ধারণা, যা দিয়ে আপনি শুরু করতে পারেন নতুন পথচলা।

ল্যান্ডস্কেপিং বা লন সার্ভিস
বিশ্বজুড়ে লন কেয়ার ও ল্যান্ডস্কেপিং ব্যবসার বাজার প্রতি বছর শত শত বিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এই খাতের বাজার দাঁড়াবে ৩৩৬ বিলিয়ন ডলারে। Inc. ম্যাগাজিন অনুসারে, একটি ল্যান্ডস্কেপিং কোম্পানি এর বার্ষিক মুনাফার তিন থেকে ছয় গুণ দামে বিক্রি হতে পারে। শুধু গাছপালাই নয়, দেয়াল সংস্কার, ঘরঘেঁষা বেড়া বা কৃত্রিম ঘাস বসানোর মতো নানা ধরনের কাজ রয়েছে যা দিয়ে ব্যবসা বাড়ানো সম্ভব।

গ্রাফিক ডিজাইন
আপনি যদি Photoshop, Canva বা Illustrator-এর মতো ডিজাইন সফটওয়্যারে দক্ষ হয়ে থাকেন, তবে নিজস্ব গ্রাফিক ডিজাইন এজেন্সি শুরু করা হতে পারে লাভজনক উদ্যোগ। বিভিন্ন কোম্পানির জন্য নিউজলেটার, বিজ্ঞাপন, ওয়েবসাইট কিংবা অভ্যন্তরীণ কনটেন্ট তৈরিতে সহায়তা করে আয় করা সম্ভব। এছাড়া প্রিন্ট শপ বা কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে সমন্বয় করে আরও বিস্তৃত সেবা প্রদান করাও সম্ভব।

গৃহস্থালির যন্ত্রপাতি ও প্রযুক্তি মেরামত
যারা প্রযুক্তি বিষয়ে দক্ষ, তারা চাইলে ফ্রিজ, ওভেনের মতো গৃহস্থালি যন্ত্রপাতি কিংবা ল্যাপটপ ও স্মার্টফোনের মতো ব্যক্তিগত ডিভাইস মেরামতের ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে স্থানীয় ইলেকট্রনিক্স দোকানগুলোর সঙ্গে চুক্তি করে ওয়ারেন্টি সার্ভিস দেওয়ার সুযোগ রয়েছে। আবার পুরনো ডিভাইস কিনে তা মেরামত করে পুনরায় বিক্রিও করা যেতে পারে। যেকোনো মডেলে, গ্রাহক তৈরি করাই হবে মূল চ্যালেঞ্জ।

নোটারি সেবা
নোটারি হলেন এমন একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি যিনি চুক্তিপত্র, দলিল কিংবা শপথনামার মতো গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর নিশ্চিত করার দায়িত্ব পালন করেন। যদিও এটি কিছুটা পুরনো ধাঁচের পেশা, তবুও বন্ধক, সম্পত্তি হস্তান্তর বা আইনি জবানবন্দির মতো নানা কাজে নোটারির প্রয়োজন পড়ে। পেশাটি খুব বেশি লাভজনক না হলেও শুরু করতে বড় কোনো পুঁজি লাগে না। Entrepreneur জানায়, ঋণ চুক্তির নোটারাইজেশনের মতো সেবার মাধ্যমে ভালো পরিমাণ আয় করা সম্ভব।

পশুপালন ও পোষা প্রাণীর যত্ন
পোষা প্রাণীর মালিক সংখ্যা বাড়ছে। তাই যাদের প্রাণী ভালো লাগে, তারা চাইলে পেট-সিটার, ডগ ওয়াকার বা গ্রুমার হিসেবে কাজ শুরু করতে পারেন। এ ধরনের সেবা দিতে বিশেষ প্রশিক্ষণ বা লাইসেন্সের প্রয়োজন পড়ে না এবং প্রাথমিক খরচও তুলনামূলকভাবে কম। অনেকেই নিছক ভালোবাসা থেকে কুকুর-বিড়ালের সঙ্গে সময় কাটান, আর এতে যদি অর্থ আয় হয় তবে তো সেটি বাড়তি প্রাপ্তিই।

ইভেন্ট ম্যানেজমেন্ট
বিয়ের অনুষ্ঠান থেকে জন্মদিন কিংবা কর্পোরেট আয়োজন বড় ইভেন্ট পরিচালনার চাহিদা বরাবরই বেশি। যারা পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দক্ষ, তারা চাইলে এই খাতে নিজেদের দক্ষতাকে ব্যবসায় রূপ দিতে পারেন। Entrepreneur এমনকি ভ্রমণ পরিকল্পনাকেও সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেছে হোটেল বুকিং, ফ্লাইটের টিকিট, দৈনিক রুটিন এমনকি যাত্রা বিঘ্নিত হলে বিকল্প ব্যবস্থা নেওয়া সবকিছুতেই উপার্জনের সুযোগ রয়েছে।

কোচিং, ট্রেনিং ও পরামর্শসেবা
আপনার যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ জ্ঞান থাকে, তাহলে তা দিয়ে অন্যদের শেখানোর মাধ্যমে উপার্জন করা সম্ভব। ব্যবসা বোঝেন এমন কেউ উদ্যোক্তাদের পরামর্শদাতা হতে পারেন, খেলাধুলা বা টেকনিক্যাল কোনো কাজে পারদর্শী কেউ প্রশিক্ষক হতে পারেন। এমনকি মোটিভেশনাল বা লাইফ কোচ হিসেবেও কাজ করা যায়। শিক্ষার্থীদের টিউটরিং করেও আয় করা সম্ভব।


২০২৫ সাল নতুন উদ্যোক্তাদের জন্য সুযোগের বছর হতে পারে যারা ঝুঁকি নিতে প্রস্তুত, এবং নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে চান। বড় প্রতিষ্ঠান নয়, বরং ক্ষুদ্র পরিসরে শুরু করেই গড়ে তোলা যেতে পারে লাভজনক একটি ভবিষ্যৎ। শুরুটা হোক আজই, যেখানেই আপনি আছেন।

 

 


সূত্র:https://tinyurl.com/y2rwpnru

আফরোজা

×