
ভালুকা তিনজন জবাই করে খুন করার সন্দেহভাজন পলাতক আসামী নজরুল ইসলামকে মঙ্গলবার বিকালে গাজীপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ । পুলিশ জানায় রোববার রাতে ভালুকা পৌরসদরের ৭ নং ওয়ার্ডের ফাইয়ুম মিয়ার বাসার ভাড়াটিয়া রফিকুল ইসলাম এর স্ত্রী স্ত্রী ময়না,মেয়ে রাইসা বেগম ও ছেলে নিরবকে জবাই করে হত্যা করা হয় । ওই হত্যা কান্ডের একমাত্র আসামী রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলামকে গাজীপুর রেলওয়ে স্টেশন বিকাল ৫ টার দিকে আটক করা হয় । এদিকে নিহত মা মেয়ে ও ছেলের পোষ্ট মর্টেম শেষে আজ দাফন করার আগেই আসামী আটক হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে ।
আঁখি