ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কবরে শায়িত করার আগেই ভালুকায় ট্রিপল মার্ডারের আসামী আটক

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৩০, ১৫ জুলাই ২০২৫

কবরে শায়িত করার আগেই ভালুকায় ট্রিপল মার্ডারের আসামী আটক

ভালুকা তিনজন জবাই করে খুন করার সন্দেহভাজন পলাতক আসামী নজরুল ইসলামকে মঙ্গলবার বিকালে গাজীপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ । পুলিশ জানায় রোববার রাতে ভালুকা পৌরসদরের ৭ নং ওয়ার্ডের ফাইয়ুম মিয়ার বাসার ভাড়াটিয়া রফিকুল ইসলাম এর স্ত্রী স্ত্রী ময়না,মেয়ে রাইসা বেগম ও ছেলে নিরবকে জবাই করে হত্যা করা হয় । ওই হত্যা কান্ডের একমাত্র আসামী রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলামকে গাজীপুর রেলওয়ে স্টেশন বিকাল ৫ টার দিকে আটক করা হয় । এদিকে নিহত মা মেয়ে ও ছেলের পোষ্ট মর্টেম শেষে আজ দাফন করার আগেই আসামী আটক হওয়ায় জনমনে স্বস্তি নেমে এসেছে ।

আঁখি

×