
অহনা রহমান
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকে মুগ্ধ করে চলেছেন। এরইমধ্যে অহনা অভিনীত একটি নাটকের ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘বউ নিখোঁজ’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং নির্মাণ করেছেন রুমান রুনি। ট্রেইলারে অহনার অভিনয় দেখেই দর্শকের মধ্যে নাটকটি দেখার প্রতি প্রবল আগ্রহ জন্মেছে। আবার অহনা জানান শুধু ‘বউ নিখোঁজ’ই নয় সামনে জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’সহ জিয়া উদ্দিন আলমেরও কয়েকটি নাটক প্রচারে আসছে।
অহনা রহমান বলেন, ‘বউ নিখোঁজ নাটকটি বেশ কয়েক মাস আগে করেছিলাম। যতদূর মনে পড়ে রুমান রুনির পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এই নাটকের গল্পটা দারুণ ভালো লেগেছে আমার কাছে। কারণ গল্পটাই মূলত আমাকে কেন্দ্র করে। আমি বউয়ের চরিত্রে অভিনয় করেছি। সেই বউ-ই নিখোঁজ হয়ে যাবার গল্প নিয়ে নির্মিত হয়েছে বই নিখোঁজ নাটকটি। নাট্যকার ইউসুফ আলী খোকন চমৎকার একটি গল্প রচনা করেছেন। পুরো ইউনিট ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ করেছিল। যে কারণে নাটকটি অনেক ভালো হয়েছে। এছাড়াও জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’ নাটকগুলোরও গল্প দুর্দান্ত।
রিপন এবং মহিন দুজনই এই সময়ের ভীষণ গুণী দু’জন নির্মাতা। তাদের নাটক মানেই দর্শকের কাছে তুমুল সাড়া ফেলার একটি বিষয়। তাদের নির্মিত নাটক দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার অভিনীত নাটক ছাড়াও তাদের নির্মিত নাটক আমি প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করি। গল্প যেমন স্ট্রং হয় নির্মাণও দুর্দান্ত হয়।
যে কারণে তাদের নির্দেশনায় নাটকে অভিনয় করতেও ভীষণ ভালো লাগে। আর জিয়াউদ্দিন আলমের সঙ্গেও আমার কাজের বোঝাপড়াটা এখন দারুণ। কাজ করতে গেলে মনেই হয়না যে শূটিং-এ আছি। আলমের নির্মিত কাজগুলোও দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে।
প্যানেল হু