ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

মানুষ যেসব বিষয়ে আপনাকে বিচার করে: এই  ৩টি বিষয়েই লুকিয়ে আছে প্রথম ইমপ্রেশনের রহস্য

প্রকাশিত: ২১:২৮, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:২৮, ১৫ জুলাই ২০২৫

মানুষ যেসব বিষয়ে আপনাকে বিচার করে: এই  ৩টি বিষয়েই লুকিয়ে আছে প্রথম ইমপ্রেশনের রহস্য

আজকের দ্রুতগতির জীবনে সম্পর্ক তৈরি যেমন সহজ, ভেঙে যাওয়াও ততটাই সোজা। অনেক চেষ্টা করেও কোথাও গিয়ে যেন কিছুর অভাব থেকে যায়। আপনি যতই ম্যাচিং অ্যাপে সময় দিন, যতই সাবধানে সম্ভাব্য ‘রেড ফ্ল্যাগ’ চিহ্নিত করতে চান ডেটিং নামের খেলাটা আজকাল অনেকের কাছেই ক্লান্তিকর লাগছে।

তবে আপনি কি জানেন, প্রথম দেখাতেই মানুষ কিছু এমন ‘অদৃশ্য’ জিনিস দেখে আপনাকে বিচার করে, যেগুলো আপনি নিজেও হয়তো খেয়াল করেন না? ঠিক এই বিষয়েই সতর্ক করেছেন বিশ্বখ্যাত জীববৈজ্ঞানিক মনোবিশ্লেষক হেলেন ফিশার। তাঁর মতে, সম্পর্কের শুরুতে সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে এমন কিছু সূক্ষ্ম ইঙ্গিতে, যেগুলোর গুরুত্ব আমরা প্রায়ই অবহেলা করি।

চলুন জেনে নিই সেই ৩টি অজানা বিষয়, যেগুলোর ওপর নির্ভর করে আপনার ‘প্রথম ইমপ্রেশন’-

১. দাঁতের অবস্থা বলেই দেয় আপনি কে
হেলেন ফিশারের মতে, দাঁত দেখে সহজেই বোঝা যায় কারো বয়স, স্বাস্থ্য, এমনকি সামাজিক অবস্থানও। কেউ যখন প্রথমবার আপনার মুখে হাসি দেখেন, তখনই চোখ চলে যায় দাঁতের দিকে। আপনার দাঁতের পরিচ্ছন্নতা, রঙ, সাজানো-গোছানো অবস্থা—এসব অনেক কিছু বলার আগেই মানুষকে একটা ধারণা দিয়ে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, সাদা ও পরিচ্ছন্ন দাঁত মানুষকে বিশ্বাসযোগ্য, সাফল্যবান ও আকর্ষণীয় করে তোলে। পক্ষান্তরে হলদে দাঁত কিংবা অস্বাভাবিক ফাঁক-ফোকর আপনার ইমেজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই হাসতে ভুলবেন না, কিন্তু তার আগে আয়নায় একবার নিজেকে দেখে নিতে ভুল করবেন না!

২. আপনার ব্যাকরণ বলে দেয় আপনার রুচি ও শিক্ষা
ডেটিং অ্যাপের চ্যাট হোক কিংবা সামনাসামনি আলাপ আপনার ভাষার ব্যবহার কিন্তু সামনে থাকা মানুষটার মনে দাগ কাটে। আপনি যদি ‘there’ আর ‘their’-এর পার্থক্যই না জানেন, তাহলে সেটা অনেকের কাছেই বিরক্তির কারণ হতে পারে।
গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ মানুষ ভালো ব্যাকরণকে আত্মবিশ্বাসের চেয়েও বেশি গুরুত্ব দেন।
সুতরাং মেসেজ পাঠানোর আগে একটু সময় নিয়ে বানান মিলিয়ে নেওয়া, কিংবা কথা বলার সময় পরিষ্কারভাবে কথা বলা এগুলো ছোট হলেও, প্রথম ইমপ্রেশনে অনেক বড় ভূমিকা রাখে।

৩. আত্মবিশ্বাসই আপনাকে করে তুলবে আকর্ষণীয়
একজন মানুষ নিজেকে কীভাবে উপস্থাপন করছে, সেটাই বলে দেয় সে কতটা আত্মবিশ্বাসী। আপনি যদি নিজেকে নিয়ে অনিশ্চয়তায় থাকেন, অন্যদের সেটা বোঝা খুব কঠিন কিছু না। চোখে চোখ রেখে কথা বলা, অনাহেতুক অস্থিরতা বা বারবার হাতের নখ কামড়ানো এই আচরণগুলো আপনার ভেতরের অনিরাপত্তার সঙ্কেত দেয়।
তাই নিজেকে ভালোবাসতে শিখুন। ছোট ছোট আত্মবিশ্বাসী আচরণ চর্চা করুন দেখবেন, আপনি যেমন নিজেকে দেখছেন, অন্যরাও ঠিক তেমনভাবেই আপনাকে গ্রহণ করতে শুরু করেছে।


সম্পর্কের শুরুর দিকে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন আপনার পোশাক, গাড়ি, বা চেহারাই সবচেয়ে বড় ভূমিকা রাখে। কিন্তু বাস্তবে দাঁতের পরিচ্ছন্নতা, ব্যাকরণের সততা ও আত্মবিশ্বাসের প্রকাশ এই ছোট ছোট বিষয়গুলোই অন্যের মনে আপনার সম্পর্কে প্রথম ধারণা তৈরি করে।

তাই সম্পর্কের যাত্রা শুরুর আগে নিজেকে আরও একটু গুছিয়ে তুলুন। কারণ আপনার ছোট একটা হাসিই হয়তো কারো জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

 

 

সূত্র:https://tinyurl.com/3dc7ws8x

আফরোজা

×