ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

৯৯% মানুষই জানেনা মহিলাদের শরীরে সবচেয়ে ’গরম’ অঙ্গ কোনটি? 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪০, ১৫ জুলাই ২০২৫

৯৯% মানুষই জানেনা মহিলাদের শরীরে সবচেয়ে ’গরম’ অঙ্গ কোনটি? 

ছবি: সংগৃহীত

মহিলাদের শরীরের সবচেয়ে উষ্ণ অঙ্গ কোনটি? মহিলাদের শরীরের সবচেয়ে উষ্ণ অঙ্গ হল গর্ভাশয়। এটি উচ্চ রক্তপ্রবাহ, হরমোনগত কার্যকলাপ এবং ডিম্বস্রাব বা গর্ভাবস্থার মতো জৈবিক প্রক্রিয়ার কারণে শরীরের অন্যান্য অংশের তুলনায় বেশি গরম থাকে। এর তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

আমাদের দেহ এক ধরনের জৈবিক যন্ত্রের মতো কাজ করে, যেখানে প্রতিটি অঙ্গের রয়েছে নির্দিষ্ট কাজ এবং আলাদা তাপমাত্রা। শরীরের বিভিন্ন অঙ্গের তাপমাত্রা নির্ভর করে সেই অঙ্গের কার্যকলাপ, রক্তপ্রবাহ ও হরমোনের উপরে। নারীদের শরীরেও এমন কিছু অঙ্গ রয়েছে, যেগুলো শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক বেশি উষ্ণ।

 বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে, নারীদের দেহে সবচেয়ে গরম অঙ্গ হলো গর্ভাশয় (Uterus)। এটি প্রজনন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ক্রমাগত হরমোন সংক্রান্ত ক্রিয়া এবং রক্ত প্রবাহের জন্য এটি গরম থাকে। সাধারণত এটি দেহের অন্যান্য অংশের তুলনায় বেশি উষ্ণ।

গর্ভাশয়ের গড় তাপমাত্রা শরীরের অন্যান্য অংশের তুলনায় সামান্য বেশি থাকে। বিশেষ করে ডিম্বস্রাব ও গর্ভাবস্থার সময় এটি বেড়ে যায়। গবেষণা অনুযায়ী, গর্ভাশয়ের গড় তাপমাত্রা প্রায় ৩৮°C বা ১০০.৪°F। এর প্রধান কারণ হলো হরমোন সংক্রান্ত ক্রিয়া, রক্ত সঞ্চালন এবং কোষীয় কার্যকলাপ।

ডিম্বস্রাবের সময়, নারীদের বেসাল বডি টেম্পারেচার (BBT) প্রায় ০.৫°F পর্যন্ত বেড়ে যায়, যা গর্ভাশয়ের আশপাশের তাপমাত্রাকেও সামান্য বাড়িয়ে দেয়। গর্ভাবস্থার সময় এই তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং একধরনের স্বাভাবিক উত্তাপ বজায় রাখে।

গর্ভাশয়ের অতিরিক্ত উত্তাপের পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ – উচ্চ রক্তপ্রবাহ, হরমোনজনিত কার্যকলাপ এবং মাসিক চক্র সংক্রান্ত কাজ। যেহেতু গর্ভধারণের জন্য এই অঙ্গ সবসময় প্রস্তুত থাকে। তাই এর কোষগুলো খুব সক্রিয় থাকে এবং সেই অনুযায়ী তাপও বাড়ে।

তবে যদি কখনো গর্ভাশয় বা প্রজনন অঙ্গে অস্বাভাবিক রকমের উত্তাপ, জ্বালা বা অস্বস্তি অনুভব হয়। তাহলে তা সংক্রমণ, প্রদাহ বা হরমোনজনিত ভারসাম্যহীনতার লক্ষণ হতে পারে। এই ধরনের সমস্যায় অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

গাইনোকোলজিস্ট ডাঃ রূপা শর্মা বলেছেন, "গর্ভাশয় একটি অত্যন্ত সক্রিয় অঙ্গ যা মাসিক চক্র, ডিম্বস্রাব ও গর্ভধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জৈবিক কার্যকলাপগুলির ফলে এর তাপমাত্রা স্বাভাবিকভাবেই শরীরের অন্য অংশের তুলনায় বেশি থাকে।
 

শহীদ

×