ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

শিশু ধর্ষণের ঘটনায়, সালিশ বৈঠকে ধামাচাপা দেওয়ার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ভাঙ্গুড়া

প্রকাশিত: ১৫:০১, ১৫ জুলাই ২০২৫

শিশু ধর্ষণের ঘটনায়, সালিশ বৈঠকে ধামাচাপা দেওয়ার চেষ্টা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দুধবাড়িয়া গ্রামে আব্দুল বারেক মৃধা (৫০)-এর বিরুদ্ধে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত আব্দুল বারেক দুধবাড়িয়া গ্রামের মৃত আলী আকবর মৃধার ছেলে।

ওই শিশুর বাবার দেওয়া তথ্য অনুযায়ী, আনুমানিক গত ১/২ জুন সকালে শিশুটির মা বাড়ির বাইরে গেলে, ওই সময় শিশু কন্যাটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। কিছুক্ষণ পর শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। শিশুটির মা অভিযুক্তের অভিভাবককে জানালে, এক সপ্তাহের মধ্যে সঠিক বিচার দেওয়ার আশ্বাস দেওয়া হয় ওই শিশুর পরিবারকে।

এদিকে, গত বুধবার শিশুর বাবা ঢাকা থেকে বাড়ি এলে শিশুটি তাকে ঘটনা জানায়।
শিশুর বাবা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার রাত ২টার দিকে দলিল লেখক আব্দুস সালামের বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত আব্দুল বারেককে চড়-থাপ্পড় মেরে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।

স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনার সালিশে নিষ্পত্তি চরম অনিয়ম ও বিচারের প্রতি অবজ্ঞা। এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সালিশে উপস্থিত থাকা আব্দুল লতিফ বলেন, অভিযুক্ত আব্দুল বারেক অপরাধী প্রমাণিত হওয়ার পর তাকে সালিশে চড়-থাপ্পড় মারা হয়।
অভিযুক্ত আব্দুল বারেক বলেন, "যেমনটা মানুষ বলছে, আসলে ঘটনা তেমন নয়।"

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, "এ ধরনের ঘটনার কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সানজানা

আরো পড়ুন  

×