ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আড়াইহাজারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

মোঃ শরীফ ভূইয়া, আড়াইহাজার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৯, ১৫ জুলাই ২০২৫

আড়াইহাজারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। ১২ই জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে এই ঘটনা ঘটে।
 

অভিযোগসূত্রে জানা যায়, ওই গ্রামের রমিজউদ্দিনের ছেলে রাকিব তার সৌদি প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং কয়েকবারই ভাবীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। লোকলজ্জা এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে তিনি এতদিন কাউকে ব্যাপারটি জানাননি। দেবর প্রতিনিয়ত ভাবীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় উপায়ান্তর না পেয়ে ব্যাপারটি তার ননদকে জানান।
 

গত ৪ জুলাই রাকিবের বিচারের জন্য তার বোন সুখি বেগম তার ভাবিকে নিজ বাড়ি দিঘলদী গ্রামে ডেকে নিয়ে যান। পরে সেখানে রাকিব তার ভাবিকে দেখে উত্তেজিত হয়ে মারধর করে।
গত ৪ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় বাড়ি ফাঁকা পেয়ে রাকিব তার ভাতিজা ইসমাইলকে একটি চিপস কিনে দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। পরে রাকিব তার ভাবীর রুমে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে ১৪ জুলাই সোমবার বিকেলে দেবর রাকিবকে বিবাদী করে থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তাকে ওই দিন সন্ধ্যায়ই তার বাড়ি থেকে আটক করে।
 

রাকিবকে ছাড়িয়ে নিতে একটি মহল জোর তদবির চালাচ্ছে। ভিকটিমকে অভিযোগ তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে তিনি জানান। দেওয়ার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি। অভিযুক্ত রাকিবকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি মহল জোর তদবির চালাচ্ছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, “বিষয়টি আমি শুনেছি, মামলা প্রক্রিয়াধীন আছে।”

আফরোজা

×