ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বৈরী আবহাওয়ায় ভোলার নৌপথ অচল, ঝুঁকিতে যাত্রী চলাচল

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৩:২৩, ১৫ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৪৭, ১৫ জুলাই ২০২৫

বৈরী আবহাওয়ায় ভোলার নৌপথ অচল, ঝুঁকিতে যাত্রী চলাচল

ছবি: জনকণ্ঠ

মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আবারও বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোলার মেঘনা নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ইলিশ ফেরিঘাট জোয়ার পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ফেরি যানবাহন ওঠা নামার পথ পানিতে তলিয়ে যায়। এর ফলে যানবাহন ফেরিতে ওঠানামা করতে ব্যাহত হয়।

অপরদিকে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় ভোলা-লক্ষ্মীপুরসহ ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি ট্রলার ও স্পিডে ভোলা -লক্ষ্মীপুর নৌরুটে যাতায়াত করছে। এতে করে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অতি জোয়ারে পানিতে ইলিশা ফেরিঘাটের দুটি ঘাটের মধ্যে লো ওয়াটার ঘাট তলিয়ে যায়। তবে হাই ওয়াটার ঘাট চালু থাকে। তখন একটি ঘাট দিয়ে যানবাহন ওঠানামা করতে হয়। এতে সময় বেশি লাগে।

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহণ পরিদর্শক কর্মকর্তা পরিবহণ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। 

Mily

×