
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগান নিয়ে আজ ভোলায় পদযাত্রার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ২টায় ভোলা প্রেসক্লাব চত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই কর্মসূচি উপলক্ষে আজ সকাল থেকে একটি মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। সেখানে ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।
এদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, ডা. তাসনীম জারা, ডা. মাহমুদা মিতু, মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
সানজানা