ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

আ.লীগ আমলে বিদ্যুৎ খাতের চুক্তি যাচাই করবে  অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৮:৫৮, ১৫ জুলাই ২০২৫

আ.লীগ আমলে বিদ্যুৎ খাতের চুক্তি যাচাই করবে  অর্থ উপদেষ্টা

সংগৃহীত

বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে চলা ভর্তুকি, অপচয় ও অস্বচ্ছতার অভিযোগ এবার সরাসরি নজরে আনলেন বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা ড. সাইফুল আজম চৌধুরি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় করা বিদ্যুৎ-সংক্রান্ত সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হবে।

সোমবার(১৪ জুলাই) রাজধানীর এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন,“বিদ্যুৎ খাতে অতীতে যে-সব চুক্তি হয়েছে, সেগুলোর আর্থিক ও নীতিগত দিক বিবেচনায় আমরা পর্যালোচনা শুরু করবো। জাতীয় স্বার্থে যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন দরকার হয়, আমরা পিছপা হবো না।”

বিদ্যুৎ খাত নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যাপক আলোচনা চলছে। ক্যাপাসিটি চার্জ, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, অতিরিক্ত ব্যয় ও বিতরণব্যবস্থার সীমাবদ্ধতা এসব বিষয় সাধারণ মানুষের মাঝেও ক্ষোভ সৃষ্টি করেছে।

অর্থ উপদেষ্টার মতে,“বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু সেই বিদ্যুৎ সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে মানুষ ঠিকমতো পাচ্ছে না। এসব চুক্তি কতটা কার্যকর ছিল, সেই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে।”

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে।তবে অনেকে এটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন, কারণ বেশ কিছু চুক্তির সঙ্গে জড়িত রয়েছে রাজনৈতিক প্রভাবশালী মহল এবং আন্তর্জাতিক অংশীদার।

অর্থ উপদেষ্টার এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে, বর্তমান সরকার বিদ্যুৎ খাতে আর আগের মতো “ব্ল্যাংক চেক” দিতে রাজি নয়।

হ্যাপী

×