ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

আখাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত

মো: সাইফুল ইসলাম, আখাউড়া 

প্রকাশিত: ১৬:১৫, ১৬ জুলাই ২০২৫

আখাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত

ছবি: দৈনিক জনকন্ঠ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু,সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুইয়া,উপজেলা জামায়াতের আমীর ইকবাল হোসেন ভুইয়া, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার,সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি প্রমুখ। 

প্রধান অতিথি বলেন, জুলাইয়ের এই দিনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে দৃঢ় করেছে। আমাদের উচিত তাদের আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাওয়া। 

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস আমাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। শহীদদের রক্তধারা যেন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এসময় বক্তারা বলেন, সকল রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতির কল্যাণে কাজ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গড়তে শহীদদের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মিরাজ খান

×