ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ভুলেও এমন হেডফোন কিনবেন না! ব্যবহারকারীর ভয়ংকর অভিজ্ঞতা

প্রকাশিত: ২১:৪২, ১৬ জুলাই ২০২৫

ভুলেও এমন হেডফোন কিনবেন না! ব্যবহারকারীর ভয়ংকর অভিজ্ঞতা

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং স্টার্টআপ প্রতিষ্ঠাতা জেফরি এন. সম্প্রতি সামাজিক মাধ্যমে সনি MDR-RF895RK হেডফোন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পেশাগত জীবনে যিনি প্রতিনিয়ত অডিও-ভিডিও কনটেন্টের সাথে যুক্ত, তিনি জানান—এই হেডফোনটি ব্যবহার করে তিনি একেবারে হতাশ।

তিনি লেখেন, হেডফোনটি দেখতে সুন্দর হলেও এটি পরার পর থেকেই কান ব্যথা করতে শুরু করে এবং দীর্ঘক্ষণ ব্যবহারের পরেও সেই অস্বস্তি কাটে না। ইয়ার প্যাডগুলো ঠিকমতো কানের আরাম নিশ্চিত করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, হেডফোনটি কোনো মাইক্রোফোন সুবিধা দেয় না বলেও অভিযোগ করেন তিনি। একবার একটি গুরুত্বপূর্ণ জুম মিটিংয়ে অংশ নিতে গিয়ে তিনি বুঝতে পারেন, এই হেডফোন দিয়ে কথা বলা সম্ভব নয়। একাধিক বোতাম চাপার পরও কাজ হয়নি, শেষ পর্যন্ত পুরনো মোবাইল ইয়ারফোনেই ফিরতে হয় তাকে।

সবচেয়ে বড় সমস্যা হিসেবে তিনি উল্লেখ করেন—এই হেডফোন ‘ওয়্যারলেস’ হলেও এটি বিদ্যুৎ ছাড়া একেবারেই অকার্যকর। কারণ, এটি কাজ করে একটি সাউন্ড ট্রান্সমিটার বা ট্রান্সমিশন ইউনিটের মাধ্যমে, যা অবশ্যই বিদ্যুৎ সংযোগে থাকতে হয়। কোনো ব্লুটুথ সাপোর্ট না থাকায়, ফোন বা ল্যাপটপের সঙ্গে সরাসরি সংযোগ সম্ভব নয়। ফলে এটি ব্যাটারিচালিত হলেও ‘পরিপূর্ণ ওয়্যারলেস অভিজ্ঞতা’ থেকে অনেক দূরে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দাম হিসেবে এটি ছিল সাশ্রয়ী নয়—নাইজেরিয়ায় ৫০ হাজার নাইরা (প্রায় ৩৫ হাজার টাকা) খরচ করে হেডফোনটি কিনে তিনি প্রতারিত বোধ করছেন।

তাঁর মতে, বাজারে হেডফোন কেনার সময় শুধু "ওয়্যারলেস" শব্দ শুনে না বুঝে কেনা উচিত নয়। অনেক সময় এতে ব্লুটুথ না-ও থাকতে পারে, এবং সেটাই হতে পারে বড় সমস্যা।

জেফরি এন. তার অভিজ্ঞতা থেকে অন্যদের সতর্ক করে বলেছেন, “আপনারা যেন আমার মতো ভুল না করেন।”

আবির

×