
ছবি: সংগৃহীত
মানবসম্পদ বিভাগে ক্যারিয়ার গড়তে চান? দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ দিচ্ছে সুযোগ — প্রশিক্ষণের পাশাপাশি স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা।
পদের নাম: ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মকর্তা (এইচআর)
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাড্ডা, ঢাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষ
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৫
শিক্ষাগত যোগ্যতা:
-
ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (বিবিএ)
-
মানবসম্পদ বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি (বিবিএ/এমবিএ)
যেসব কাজে নিয়োগপ্রাপ্তকে দায়িত্ব পালন করতে হবে:
-
কর্মীদের নিয়োগের শুরু থেকে বিদায় পর্যন্ত সব ধরনের কাজ সম্পন্ন করা
-
কর্মীদের তথ্য, উপস্থিতি, ছুটি ও বেতনের হিসাব রাখা
-
বেতন, বোনাস, প্রাপ্য টাকা যথাসময়ে হিসাব করে দেওয়া
-
ছুটির ছাড়পত্র, ছাড়পত্রপত্র (এনওসি), ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ তৈরি
-
কর্মীদের যাবতীয় কাগজপত্র ঠিকভাবে ফাইলে রেখে সংরক্ষণ করা
-
কর্মসংক্রান্ত সফটওয়্যারের মাধ্যমে তথ্য হালনাগাদ ও সমস্যা সমাধান
যেসব যোগ্যতা থাকা দরকার:
-
বাংলায় ও ইংরেজিতে সুন্দরভাবে কথা বলা ও লেখা
-
কম্পিউটারে বিশেষ করে ওয়ার্ড ও এক্সেল চালাতে পারা
-
যোগাযোগে দক্ষ ও দ্রুত শিখতে সক্ষম
-
সমস্যা সমাধানে আগ্রহী ও দায়িত্ববান
যেসব সুবিধা দেওয়া হবে:
-
মোবাইল বিল
-
যাতায়াত ভাতা
-
প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয় ভাতা
-
বার্ষিক বেতন বাড়ানো
-
দুটি উৎসবভাতা
-
অফিসে নাস্তা ও খাওয়ার ব্যবস্থা
-
পরিবহন সুবিধা (পিক ও ড্রপ)
-
৬ মাসের শিক্ষানবিস মেয়াদ শেষে বেতন বাড়বে
-
আরএফএল-এর দোকানে ডিসকাউন্টে কেনাকাটা করার সুযোগ
-
প্রশিক্ষণ ও শেখার সুযোগ
আবেদন করুন: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1380034&ln=1&JobKeyword=pran
আবির