ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নারী না পুরুষ: ক্যান্সারে কে বেশি আক্রান্ত হয়?

প্রকাশিত: ২২:৫৯, ১৭ জুলাই ২০২৫

নারী না পুরুষ: ক্যান্সারে কে বেশি আক্রান্ত হয়?

ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে পুরুষের হার নারীদের তুলনায় স্পষ্টভাবে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার ধরন, তামাক ও অ্যালকোহল ব্যবহার এবং স্বাস্থ্য সচেতনতার অভাব—এই কারণগুলোই পুরুষদের বেশি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে মূল ভূমিকা রাখছে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট (NICRH) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশের পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুস, মুখ, গলা ও লিভার ক্যানসার। অন্যদিকে, নারীদের মধ্যে বেশি দেখা যায় স্তন, জরায়ু মুখ ও ডিম্বাশয়ের ক্যানসার।

বিশেষজ্ঞদের মতে, পুরুষদের মধ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য গ্রহণের হার নারীদের তুলনায় বহুগুণ বেশি। এই ধূমপান এককভাবে ফুসফুস, ক্যান্সারে, মুখগহ্বর ও গলার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে। এ ছাড়া, অনেক পুরুষ ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকায় শিল্প দূষণ, রাসায়নিক পদার্থ বা ধুলাবালির সংস্পর্শেও থাকেন, যা শরীরে দীর্ঘমেয়াদে ক্ষতি করে। তার উপর পুরুষরা অনেক সময় শারীরিক সমস্যা উপেক্ষা করেন ও চিকিৎসায় দেরি করেন—যা ক্যানসারের ক্ষেত্রে মারাত্মক বিপদ ডেকে আনে।

নারীদের ক্যানসার সংক্রান্ত চিত্র কিছুটা আলাদা। নারীদের মধ্যে সবচেয়ে প্রচলিত ক্যানসার হলো স্তন ক্যানসার, যার হার প্রায় ২৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে জরায়ু মুখ ক্যানসার। বিশেষজ্ঞদের মতে, নারীরা অনেক সময় লজ্জা বা কুসংস্কারের কারণে নিয়মিত স্ক্রিনিং করান না। ফলে রোগ ধরা পড়ে দেরিতে, এবং তা জটিল আকার ধারণ করে।

বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ ডা. কামরুন নাহার বলেন, “বাংলাদেশে পুরুষদের ক্যানসার প্রধানত জীবনযাত্রার জন্য, আর নারীদের ক্ষেত্রে সময়মতো পরীক্ষা না করায় মৃত্যুঝুঁকি বাড়ে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, ক্যানসার নিয়ন্ত্রণে সবচেয়ে জরুরি হলো জনসচেতনতা, নিয়মিত স্ক্রিনিং এবং তামাক নিয়ন্ত্রণ। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই ক্যানসার রোধে জীবনযাত্রার পরিবর্তন ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব অনস্বীকার্য।


তথ্যসূত্র:
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট (NICRH), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (IARC)

Mily

×