ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

কবরীর জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র উৎসব

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ১৭ জুলাই ২০২৫

কবরীর জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র উৎসব

নায়িকা কবরী

ষাট ও সত্তর দশকের নায়িকা মিষ্টি মেয়েখ্যাত কবরীর ৭৫তম জন্মদিন আগামীকাল শনিবার। দিনটি উপলক্ষে চ্যানেল আই আয়োজন করতে যাচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের। ১৯ থেকে ২১ জুলাই কবরী অভিনীত চলচ্চিত্র দেখানো হবে এই উৎসবে। কাজী আনোয়ার হোসেনের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে চিত্রনায়ক সোহেল রানার নির্মিত ও অভিনীত সাড়া জাগানো চলচ্চিত্র ‘মাসুদ রানা’ প্রচার হবে ১৯ জুলাই দুপুর ৩টা ৫ মিনিটে।

২০ জুলাই দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে কবরী অভিনীত কাজী জহিরের সাড়া জাগানো চলচ্চিত্র ‘বধূ বিদায়’। ২১ জুলাই দুপুর ৩টা ৫ মিনিটে রয়েছে কবরী অভিনীত সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’। সিনেমা ছাড়াও এই তিন দিনে সম্প্রচার হবে কবরী অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’। ২০ জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে আবদুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’। ২১ জুলাই মৌসুমীর উপস্থাপনায় অভিনেত্রী কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’ প্রচার হবে দুপুর ১২টা ৫ মিনিটে পরিচালনায় আবদুর রহমান।
বলা দরকার, কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর তিনি ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘ময়নামতি’, ‘নীল আকাশের নিচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দর্প চূর্ণ’, ‘কাঁচ কাটা হীরে’, ‘দীপ নেভে নাই’, ‘স্মৃতিটুকু থাক’, ‘রংবাজ’, ‘লালন ফকির’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘সারেং বউ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনয়ের পাশাপাশি কবরী নির্মাণও করেছেন চলচ্চিত্র। রাজনীতি করে গিয়েছেন সংসদেও। ২০২১ সালের ১৭ এপ্রিল করোনাভাইরাসের কাছে হার মানেন এই কিংবদন্তি।

প্যানেল হু

×