ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আবেদনময়ী চরিত্রে বারবার চুম্বন দৃশ্য, পরিচালকের উপর জেরিনের ক্ষোভ প্রকাশ

প্রকাশিত: ১৯:০০, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:০১, ১৭ জুলাই ২০২৫

আবেদনময়ী চরিত্রে বারবার চুম্বন দৃশ্য, পরিচালকের উপর জেরিনের ক্ষোভ প্রকাশ

ছবি: সংগৃহীত

বলিউডে নিজের ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না জেরিন খানের জন্য। অনেকেই তাকে ক্যাটরিনা কাইফের মতো দেখতে বলে তুলনা করতে থাকেন, যা বেশ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। সেই অবস্থা থেকে বের হয়ে নিজের জায়গা তৈরি করেন ‘হেট স্টোরি ৩’ সিনেমার মাধ্যমে। কিন্তু ছবিটি তাকে যতটা পরিচিতি দিয়েছে, ঠিক ততটাই বিড়ম্বনারও কারণ হয়ে দাঁড়ায়।

এই সিনেমায় আবেদনময়ী চরিত্রে সাবলীল অভিনয় করায়, পরে তাকে বারবার একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতে থাকে। কিন্তু এসব প্রস্তাবে অস্বস্তি প্রকাশ করেন জেরিন। এক পর্যায়ে চুম্বন দৃশ্যে কাজের প্রস্তাবে তিনি রীতিমতো রেগে যান।

এক সাক্ষাৎকারে জেরিন জানান, ‘হেট স্টোরি ৩’তে কাজ করতে গিয়ে নিজেকে প্রস্তুত করতে সময় লেগেছিল। তার পরিবার ছিল রক্ষণশীল, ধর্মীয় আচার-আচরণে ব্যস্ত থাকত। ফলে এমন চরিত্রে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন এবং শেষ পর্যন্ত পরামর্শ নেন মায়ের কাছ থেকে। জেরিন বলেন, “আমার সামনে কোনো সুযোগের সারি ছিল না। তাই মা’র সঙ্গে কথা বলি। মা পাশে ছিল বলেই সাহস পেয়েছিলাম।”

তবে এরপর যখন তিনি ‘অকসর ২’ সিনেমায় কাজ করেন, যেখানে আবারও ছিল একাধিক চুম্বন দৃশ্য—তখন তিনি বিরক্ত হন। অভিযোগ করলে পরিচালক দায় চাপান প্রযোজকের উপর।

আসিফ

×