
মো. এরশাদ হাসান
শিল্পানুরাগীদের কাছে স্বতন্ত্র এক নাম নাট্যাভিনেতা, প্রশিক্ষক, সংগঠক ও অভিনয় শিল্পী মো. এরশাদ হাসান। আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চায়ন হবে পান্থ শাহরিয়ার রূপান্তরিত এবং ত্রপা মজুমদার নির্দেশিত থিয়েটার প্রযোজনা নাটক ‘বারামখানা’। এতে বিশেষ এক চরিত্রে অভিনয় করবেন এরশাদ। নাটকে লালন সাঁইয়ের প্রধানতম শিষ্য শীতল সাঁই চরিত্রে অভিনয় করবেন তিনি।
মঞ্চাভিনয়ের প্রারম্ভে এরশাদ হাসান ভর্তি হয়ে ছিলেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী পরিচালিত থিয়েটার স্কুলের এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সে। প্রশিক্ষণ শেষে কর্মশালাভিত্তিক নাট্য প্রযোজনা, মলিয়েরের রচনা থেকে গিরিশ ঘোষের অনুবাদে ভাস্বর বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশনায় ‘য্যায়সা-কা-ত্যায়সা’ নাটকের রসিক মোহন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এরশাদ হাসান। কথার ফুলঝুরি দিয়ে নারীর মন জয়ের অনবদ্য অভিনয়ে তখন দর্শক শ্রোতার নয়নের মনি।
ফলে, বিশ্ববরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের দৃষ্টিকেড়ে নিয়ে সরাসরি হয়ে গেলেন থিয়েটার নাট্যদলের দলীয় সদস্য ও নাট্যকর্মী। তারপর একের পর এক নাটকের চরিত্র থেকে বিচিত্র চরিত্রে অভিনয় যাত্রা। এরশাদ যেমন একাধারে বেতার ও টিভিতে উত্তীর্ণ তালিকাভুক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী।
প্যানেল হু