
ফরিদপুরে এনসিপির সমাবেশ আজ, পুলিশের কঠোর নিরাপত্তা
ফরিদপুরে আজ (বৃহস্পতিবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশ ঘিরে জেলা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহরের জনতা ব্যাংক মোড়ে বেলা ১২টা ৩০ মিনিটে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
শুরুতে সমাবেশটি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বুধবার গোপালগঞ্জে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির কারণে সময় পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে বুধবার সমাবেশ করে রাতে ফরিদপুরে অবস্থান করার কথা ছিল কেন্দ্রীয় নেতাদের। কিন্তু গোপালগঞ্জের ঘটনার কারণে তাঁরা খুলনায় রাতযাপন করেন এবং সেখান থেকে আজ ফরিদপুরে আসার কথা রয়েছে। পথে মধুখালীতে এক সংক্ষিপ্ত পথসভায় অংশ নেবেন বলেও জানিয়েছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
সকাল ১০ টা পর্যন্ত মঞ্চ তৈরির শেষ প্রস্তুতি চলছিল। এরই মধ্যে গণমাধ্যম কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন। সমাবেশস্থল ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ফরিদপুর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, আমাদের সমাবেশ আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে শুরু হবে। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে পৌঁছাননি।
তিনি আরও বলেন, আমরা গোপালগঞ্জের ঘটনার পুনরাবৃত্তি এখানে আশা করি না। ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয়, আমরা বিশ্বাস করি সমাবেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, “সমাবেশস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনা ও র্যাব সদস্যরাও টহল দেবেন।”
তিনি আরও বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরে থেকে কোনো অতিরিক্ত পুলিশ আনা হয়নি। আশা করি, সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হবে।
তাসমিম