ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

দত্তক সন্তানের সম্পত্তির অধিকার কি আছে? জানুন আইন কী বলে

প্রকাশিত: ২০:০৬, ১৬ জুলাই ২০২৫

দত্তক সন্তানের সম্পত্তির অধিকার কি আছে? জানুন আইন কী বলে

সংগৃহীত

বাংলাদেশে দত্তক বা পালক সন্তানের সামাজিক গ্রহণযোগ্যতা বাড়লেও, আইনগতভাবে তাদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত অধিকার এখনো স্পষ্ট নয়। অনেক অভিভাবক ভালোবাসা থেকে দত্তক সন্তান লালনপালন করলেও, তাদের ভবিষ্যৎ সম্পত্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

ইসলামি আইন ও দত্তক সন্তানের সীমাবদ্ধতা
বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, দত্তক সন্তান—যাকে "মাওলা" বা "পালক সন্তান" বলা হয়—স্বয়ংক্রিয়ভাবে জৈব সন্তানদের মতো সম্পত্তির অংশীদার হতে পারেন না।

অর্থাৎ, ইসলামে কোনো ‘adoption’ ব্যবস্থা নেই যা সন্তানের উত্তরাধিকার নিশ্চিত করে। তবে মালিক মৃত্যুর আগে উইল বা অসিয়ত করে দত্তক সন্তানকে তার সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত দিতে পারেন।

এই বিধান ‘The Muslim Personal Law (Shariat) Application Act, 1937’ অনুযায়ী কার্যকর হয়। অর্থাৎ দত্তক সন্তান যদি সম্পূর্ণরূপে ‘জৈব সন্তান’ না হন, তবে তিনি আইনত পিতার সম্পত্তির অংশ পাবেন না—যদি না তা উইলে উল্লেখ করা হয়।

আদালতের দৃষ্টিভঙ্গি ও অভিভাবকত্ব আইন
বাংলাদেশে ‘Guardians and Wards Act, 1890’ অনুসারে, দত্তক সন্তানকে শুধু “লিগ্যাল গার্ডিয়ানশিপ”-এর অধীনে নেয়া যেতে পারে। এটি শিশুর তত্ত্বাবধান ও সুরক্ষায় ব্যবহৃত হলেও, এটি উত্তরাধিকার বা সম্পত্তির অধিকার দেয় না।

বার কাউন্সিল কি বলছে?
বাংলাদেশ বার কাউন্সিল এখনো এ বিষয়ে কোনো আলাদা নির্দেশনা বা মত প্রকাশ করেনি। তবে এটি সম্পূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত আইনের আওতাধীন হওয়ায়, তাদের প্রতিক্রিয়া মূলত আইন প্রণয়ন প্রক্রিয়ার আলোচনায় অংশগ্রহণের পর্যায়ে সীমাবদ্ধ। বর্তমানে কোনো বার কাউন্সিল বা সুপ্রিম কোর্টের রায় নেই যা দত্তক সন্তানের উত্তরাধিকার নিশ্চিত করে।

কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন?
যদি আপনি চান আপনার দত্তক সন্তান মৃত্যুর পর আপনার সম্পত্তি পায়, তাহলে কিছু আইনি ব্যবস্থা নিতে হবে—

  • উইল (অসিয়ত) করুন: আপনার মৃত্যুর পর দত্তক সন্তান যেন নির্ধারিত পরিমাণ সম্পত্তি পায়, তা স্পষ্টভাবে লিখিতভাবে উল্লেখ করুন।
  • হেবা (দান) নথিভুক্ত করুন: জীবদ্দশায়ই দত্তক সন্তানকে হেবা করে সম্পত্তি দিলে, সে তা পেতে পারে।
  • আইনজীবীর পরামর্শ নিন: দত্তক সন্তানের অধিকার নিশ্চিত করতে নির্ভরযোগ্য আইনজীবীর মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।

ভালোবাসায় সন্তান পোষণ করলেও আইনগতভাবে তাদের অধিকার নিশ্চিত করতে হলে বাংলাদেশে এখনো বাড়তি পদক্ষেপ নিতে হয়। সমাজে দত্তক সন্তানদের স্বীকৃতি বাড়লেও, তাদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হলে ব্যক্তি পর্যায়ে সচেতনতা ও সরকারিভাবে আইন সংশোধনের উদ্যোগ প্রয়োজন।

হ্যাপী

×