
ছবি: সংগৃহীত
সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোসাব আল-আলি জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ সিরিয়ার সুইদা শহরের উদ্দেশ্যে পাঠানো একটি চিকিৎসা বহরকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA)-তে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, ইসরায়েলি যুদ্ধবিমান একাধিকবার যেকোনো গতিশীল যানবাহনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, বিশেষ করে সুইদা শহর ও তার আশেপাশে।
মন্ত্রী আল-আলি আরও জানান, ক্ষতিগ্রস্ত চিকিৎসা বহরটিতে ছিল ১৫টি অ্যাম্বুলেন্স, বিভিন্ন বিশেষায়িত ১০ জন সার্জন এবং দুইটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।
অন্যদিকে আল জাজিরা আরবির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী লাতাকিয়া প্রদেশের বজামেল গ্রামে অবস্থিত সিরীয় সেনাবাহিনীর ১০৭তম ব্রিগেডের সদর দপ্তরেও গোলাবর্ষণ করেছে।
এই ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মানবিক সহায়তার ওপর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল।
মুমু ২